Sunday, April 28, 2024

খুচরা বাজারগুলোতে কমেছে ব্রয়লার মুরগির দাম

ঈদ পরবর্তী রাজধানীর খুচরা বাজারগুলোতে কমেছে ব্রয়লার মুরগির দাম। যদিও ঈদের আগে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছিল ২১০-২২০ টাকা, সোনালি ৩০০ টাকা এবং লেয়ার ৩৮০ টাকা দরে। কিন্তু বর্তমানে বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৯০ টাকা দরে।

শুক্রবার (১৪ জুলাই) সকালে রাজধানীর নাখালপাড়া, কাওরান বাজার, মহাখালী, মিরপুরের ১১ নম্বর বাজার, সাভারের উলাইল, গেন্ডা, মিরপুর কালশী বাজার ও পল্লবী এলাকা ঘুরে এসব চিত্র উঠে এসেছে।

এসব বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে প্রতিকেজি ১৭০ থেকে ১৯০ টাকায়। ঈদের আগে ব্রয়লার মুরগির দাম ছিল প্রতিকেজি ২১০ থেকে ২২০ টাকায়। সোনালি মুরগির কেজি ২৮০ টাকায়, যা ঈদের আগে ছিল ৩৩০ থেকে ৩৫০ টাকার মতো।

এই সম্পর্কিত আরও খবর

সর্বশেষ আপডেট