Thursday, May 2, 2024

এবার রাজকুমার দেখব : বুবলী

বিনোদনের প্রধান মাধ্যম চলচ্চিত্র। ঈদ উৎসবে তাই সিনেমা হলের চৌকাঠে ভিড়টা জমে বেশি। দর্শকরা উপভোগ করেন প্রিয় তারকার কাজ। আর তারকারা? ঈদের দিনে তারাও কি ছবি দেখেন? বেশিরভাগই উত্তরটা এসেছে ‘হ্যাঁ’। তবে সাধারণ মানুষের মতো যাওয়া না হলেও তাদের অভিজ্ঞতা অন্যদের মতোই, আনন্দের, আবেগের। সেই গল্প জানা গেল বুবলীর কাছ থেকে।

২০১৬ সালে ‘বসগিরি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে এ শিল্পে অভিষেক হয় নায়িকার। এরপর প্রায় প্রতিটি ঈদেই চেষ্টা করেছেন সিনেমা হলে গিয়ে নিজের ছবিটি দেখতে। বুবলী সাধারণ সাধারণ দর্শক সেজেই প্রেক্ষাগৃহে হাজির হন। নিজেকে আড়াল করতে পরেন বোরকা।

২০১৮ সালে মুক্তি পায় চলচ্চিত্র ‘ক্যাপ্টেন খান’। সে ছবি দেখার পর তাঁর তোলা একটি ছবি ভাইরাল হয়। যেখানে বোরকা পরা বুবলীকে সিনেমা হলের সামনে দেখা যায়। সেদিনের অভিজ্ঞতা জানিয়ে এই চিত্রনায়িকা বলেন, ‘প্রেক্ষাগৃহপূর্ণ দর্শক, বিভিন্ন সংলাপের সময় হাততালি, গানের সময় অনেক দর্শকের নাচ—এসব দেখে খুবই ভালো লাগে। ছবিটির কৌতুকের দৃশ্যে দর্শক তো হেসে গড়াগড়ি খাচ্ছিল। দর্শকের জন্য ছবিতে অভিনয় করি, দর্শকেরা যখন ছবি দেখে আনন্দ পান, তখন পরিশ্রম সার্থক হয়। একজন শিল্পী হিসেবে এটা পরম পাওয়া।’

এবারের ঈদে বুবলীর দুটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। এর মধ্যে একটি হলো ‘দেয়ালের দেশ’। এটি পরিচালনা করেছেন মিশুক মনির। অপর হলো জসিম উদ্দিন জাকিরের ‘মায়া’। জানালেন নিজের ছবিই নয়, শাকিব খানের ছবি রাজকুমারও দেখবেন তিনি। বুবলী বললেন, এখন অবধি আমার একটাই ফোকাস, আমার এ দুটি ছবিই যেন দর্শকের কাছে পৌঁছে। নিজের ছবির বা্ইরে অন্যদের সিনেমাও দেখব। রাজকুমারও ছবি দেখব।’

এই সম্পর্কিত আরও খবর

সর্বশেষ আপডেট