Wednesday, May 1, 2024

শান্তর ‘ক্যারিয়ার সেরা’ শতক, জয়ের পথে বাংলাদেশ

শান্ত খারাপ সময় কাঁটিয়ে এসেছেন অনেক দিন আগেই, ব্যাটে রান পাচ্ছিলেন ধারাবাহিকভাবেই। তবে একটা অপূর্ণতা থেকেই যাচ্ছিলো। মাইলফলকের অভাবে বড় রানগুলোও স্বীকৃতিহীন থেকে যাচ্ছিলো। অবশেষে সেই আক্ষেপ দূর হলে। ক্যারিয়ারের প্রথম ওয়ানডে শতক তুলে নিলেন নাজমুল হোসেন শান্ত।

আজ ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবার তিন অংকের দেখা পেলেন শান্ত। মাত্র ৮৩ বলে ১১ চার আর ২ ছক্কায় এই মাইলফলকে পৌঁছান তিনি। যা বাংলাদেশের হয়ে চতুর্থ দ্রুততম শতক।

এদিকে, দারুণ ছন্দে থাকা তাওহীদ হৃদয়ও ধরে রেখেছেন ধারাবাহিকতা। ৪৯ বলে ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক তুলে নেন তিনি। এরপর আরো হাত খুলে খেলতে থাকেন এই তরুণ ব্যাটার। তবে ৫৮ বলে ৬৮ করেই থামতে হয়েছে তাকে।

তবে আউট হবার আগে শান্তের সাথে গড়ে তুলেছিলেন ১০২ বলে ১৩১ রানে জুটি। যেই জুটিতে ভর করে দলীয় সংগ্রহও দ্বিশতক ছুঁয়েছে, দল এখনো টিকে আছে লড়াইয়ে।

এই মুহূর্তে দলের রান ৩৬ ওভার শেষে ৪ উইকেটে ২৪৮। জয়ের জন্য ৭২ বলে চার ৫৪ রান, হাতে আছে ৬ উইকেট।

উল্লেখ্য, বৃষ্টির কারণে ম্যাচটি ৫ ওভার কেটে হচ্ছে ৪৫ ওভারের।

এই সম্পর্কিত আরও খবর

সর্বশেষ আপডেট