Friday, March 29, 2024

রেকর্ড গড়ে বাংলাদেশের জয়

শুক্রবার (১২ মে) ইংল্যান্ডের চেমসফোর্ডে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয় বাংলাদেশ ও আয়ার‍ল্যান্ড। ম্যাচ শুরুর আগেই শুরু হয়ে যায় বৃষ্টি। তাতে ৫০ ওভার থেকে কমিয়ে ৪৫ ওভার করা হয়। প্রথমে ব্যাটিংয়ে নেমে ৪৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩১৯ রান করে আইরিশরা। জবাবে ৪৪.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ।

অবশেষে সেই আক্ষেপ দূর হলে। ক্যারিয়ারের প্রথম ওয়ানডে শতক তুলে নিলেন নাজমুল হোসেন শান্ত। আজ ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবার তিন অংকের দেখা পেলেন শান্ত। মাত্র ৮৩ বলে ১১ চার আর ২ ছক্কায় এই মাইলফলকে পৌঁছান তিনি। যা বাংলাদেশের হয়ে চতুর্থ দ্রুততম শতক।

এদিকে, দারুণ ছন্দে থাকা তাওহীদ হৃদয়ও ধরে রেখেছেন ধারাবাহিকতা। ৪৯ বলে ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক তুলে নেন তিনি। এরপর আরো হাত খুলে খেলতে থাকেন এই তরুণ ব্যাটার। তবে ৫৮ বলে ৬৮ করেই থামতে হয়েছে তাকে।

বিস্তারিত আসছে ….

এই সম্পর্কিত আরও খবর

সর্বশেষ আপডেট