Saturday, May 4, 2024

সিরিজ হারায় একদিক থেকে ভালোই হয়েছে : মিরাজ

এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে এমন হারেও চিন্তিত নন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বরং, সিরিজ হারকে ইতিবাচক হিসেবেই দেখছেন। চলতি সিরিজের আগে আফগানিস্তানের বিপক্ষে দুটি ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ। দুটিতেই জিতেছিল টিম টাইগার্স। এবার ঘরের মাঠে প্রথম দুই ওয়ানডেতে হেরে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হাতছাড়া হয়েছে সাকিব-লিটনদের।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে শনিবার আফগানিস্তানের কাছে ১৪২ রানের বিশাল ব্যবধানে হারে বাংলাদেশ। প্রথম ম্যাচে ব্যাটারদের ব্যর্থতার পর দ্বিতীয়টিতে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ছিল সাদামাটা পারফরম্যান্স।

রানের দিক থেকে আফগানদের বিপক্ষে যা বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়, তবে এমন পরাজয়ে মোটেও শঙ্কিত নন মিরাজ। দলের ঘাটতি পূরণের সুযোগ হিসেবে দেখছেন বিষয়গুলোকে।

‘আমি এর আগেও একটা সংবাদ সম্মেলনে বলেছিলাম, যদি আনফরচুনেটলি এই সিরিজটা আমাদের খারাপ হয়ে যায়, তার মানে এই না যে আমরা বিশ্বকাপের আগে খারাপ দল হয়ে গেছি।’

‘একটি জিনিস কিন্তু ভালো হয়েছে। সিরিজ হারায় একটি দিক থেকে কিন্তু ভালোই হয়েছে। আমরা হয়তো হেরেছি। তবে আমাদের কোথায় ঘাটতি আছে, কোথায় উন্নতি করতে হবে, সেসব নিয়ে এখন কাজ করতে পারবো।’

২৫ বর্ষী মিরাজ বলছেন, ‘ম্যাচের ভুল থেকে আমরা আরও উন্নতি করতে পারব। সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপ রয়েছে। যেহেতু আফগানিস্তানের সঙ্গে আমাদের এশিয়া কাপ এবং ওয়ার্ল্ড কাপে খেলা আছে, তাই এই দুই ম্যাচ থেকে আশা করি আমরা আমাদের ভুলগুলো সেরে উঠতে পারব।’

এই সম্পর্কিত আরও খবর

সর্বশেষ আপডেট