Sunday, May 19, 2024

ভালো ছবি কোনোভাবেই আটকে রাখা যায় না : শাকিব খান

ঈদুল আযহায় দেশের ১০৭ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। সিঙ্গেল স্ক্রিনগুলো এটি রমরমিয়ে চলছে। পাশাপাশি মাল্টিপ্লেক্সেও নাকি সিনেমাটি দেখতে দর্শক ভিড় জমাচ্ছেন। তবে অভিযোগ উঠেছে, চাহিদা থাকার পরও স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ শো বাড়াচ্ছে না। এর পেছনে সিন্ডিকেট কাজ করছে বলে নেটপাড়ায় গুঞ্জন রটেছে।

সুপারস্টার শাকিব খান বলেছেন, খবরে দেখলাম সিঙ্গেল স্ক্রিনে ‘প্রিয়তমা’র দর্শক টিকিট পাচ্ছে না। আর সিনেপ্লেক্সেও দর্শকরা টিকিট না পেয়ে সিনেমা না দেখেই চলে যাচ্ছে। এমনটি হলে সিনেপ্লেক্স তো শো বাড়িয়ে দিলেই পারে। কেন বাড়াচ্ছে না, সেটা আমি জানি না। তবে সিন্ডিকেট বা যা-ই বলেন, ভালো সিনেমাকে কোনোভাবেই আটকে রাখা যায় না। ‘প্রিয়তমা’ একটি ভালো সিনেমা, ভালো গল্পের সিনেমা। পারিবারিক সিনেমা। সপরিবারে দেখার মতো সিনেমা।

সিনেমার এই সাফল্যে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত শাকিব। তার কথায়, সাফল্য বরাবরই আনন্দ দেয়। ভালো লাগছে দর্শকদের আরও একটি ভালো সিনেমা উপহার দিতে পেরে। একজীবনে সিনেমার বাইরে, সিনেমা ইন্ডাস্ট্রির বাইরে আর তো কিছুই করিনি। সেই সিনেমার আলোচনা যখন চারদিকে হয়; মানুষের মুখে মুখে সিনেমা নিয়ে প্রশংসা—এর চেয়ে ভালো লাগার তো আর কিছুই হতে পারে না। দর্শকের এই ভালো লাগা উপভোগ করছি।

এদিকে, আগামী ৭ জুলাই যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাবে ‘প্রিয়তমা’। মুক্তি উপলক্ষে যুক্তরাষ্ট্রে যাবেন তিনি। সেখানকার দর্শকের সঙ্গে সিনেমাটি দেখবেন এ নায়ক। এতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। হিমেল আশরাফের পরিচালনায় রোম্যান্টিক-অ্যাকশন ঘরানার সিনেমাটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান।

এই সম্পর্কিত আরও খবর

সর্বশেষ আপডেট