Tuesday, May 7, 2024

বিশ্বকাপজয়ী ‘এমিলিয়ানো মার্টিনেজ’ আর্জেন্টাইন বাজপাখি এখন ঢাকায়

ভারতীয় উপমহাদেশ সফরের অংশ হিসেবে রোববার (৩ জুলাই) ভোরে ঢাকা এসেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ভোর ৫টা ১০ মিনিটে তাকে বহনকারী বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দর থেকে বেরিয়ে সরাসরি এমিলিয়ানো চলে যান হোটেলে। সেখানে বিশ্রাম নেয়ার পর দুপুরে তিনি যাবেন ফান্ডেডনেক্সট-এর কার্যালয়ে, যাদের তত্ত্বাবধানে মার্টিনেজ আসছেন ঢাকায়। সেখানে জাতীয় দলের সাবেক সফলতম অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন গোল্ডেন গ্লাভসজয়ী এই ফুটবলার। এরপর বেলা ২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করবেন মার্টিনেজ।

সবশেষে বিকেল ৪টা ৪০ মিনিটে ঢাকা ছাড়বেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। আর এরই মধ্য দিয়ে শেষ হবে বাংলাদেশে তার প্রায় ১১ ঘণ্টার সফর।

এর আগে বেশ কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশ সফর নিয়ে একটি পোস্ট দিয়ে সেখানে লিখেছিলেন, সবাইকে শুভেচ্ছা। আমি আগামী ৩ থেকে ৫ জুলাই ভারতীয় উপমহাদেশে আমার প্রথম সফর করব। সেখানে আমি বিভিন্ন চ্যারিটি কার্যক্রমে অংশ নেব। একই সঙ্গে মোহনবাগান ক্লাবের একটি চ্যারিটি ম্যাচে প্রধান অতিথি হিসেবে যোগ দেব।’

‘এর পাশাপাশি ভক্তদের সঙ্গে বিভিন্ন কার্যক্রম, পৃষ্ঠপোষকদের হয়ে শুভেচ্ছা বিনিময় ছাড়াও ফুটবল সংক্রান্ত প্রচারণায় অংশ নেব। আমি জানি, কলকাতা ও বাংলাদেশে আর্জেন্টিনার প্রচুর ভক্ত ও সমর্থক আছেন। আমি তাদের সঙ্গে দেখা করতে মুখিয়ে আছি। শতদ্রুকে এই উদ্যোগের জন্য ধন্যবাদ। আমি তোমাদের ভালোবাসি।’

এই সম্পর্কিত আরও খবর

সর্বশেষ আপডেট