Monday, May 20, 2024

‘দর্শক নাটকের অভিনেতাকে বড় পর্দায় দেখে না, সে ধারণা আমি ভেঙেছি’

এবারের ঈদুল আজহায় বাংলাদেশের ২৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘সুড়ঙ্গ’। এতে আফরান নিশো ছাড়াও অভিনয় করেছেন তমা মির্জা, শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মনওয়ার, মনির আহমেদ শাকিল প্রমুখ। সিনেমার আইটেম গানে নেচেছেন নুসরাত ফারিয়া।

নাটক থেকে সিনেমা এসেছিলেন হুমায়ুন ফরীদি। এ মাধ্যমে এসে সফল তিনি। হাল আমলের চঞ্চল চৌধুরীও সিনেমায় এসেছেন নাটক ইন্ডাষ্ট্রি থেকেই। নাটক থেকে এসেছেন আরিফিন শুভ, সিয়াম আহমেদও। দর্শকরা তাদেরও দারুণভাবে গ্রহণও করেছেন। এবার নাটক অঙ্গন থেকে সিনেমায় অভিষেক হল জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর। এসেই তিনি বললেন ‘দর্শক নাটকের অভিনেতাকে বড় পর্দায় দেখে না, সে ধারণা আমি ভেঙেছি।’

সম্প্রতি আনন্দবাজারের এক সাক্ষাৎকারে এই কথা বলেন নিশো। ২১ জুলাই পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে নিশো অভিনীত প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’। আপাতত ছবির প্রচারণার জন্য কলকাতায় অবস্থান করছেন এই অভিনেতা। সেখানে গিয়ে নিশো বললেন, প্রচলিত নিয়ম ভাঙতে চান তিনি।

তিনি আরও বলেন, ‘চলতি নিয়ম যা কিছু সেটা আমি ভাঙতে চাই। আমাকে এক সময় শুনতে হয়েছিল, মডেলরা অভিনয় করতে পারেন না। আমাকে শুনতে হয়, দর্শক টাকা খরচ করে নাটকের অভিনেতাদের বড় পর্দায় দেখতে আসবেন না। সেই ধারণা আমি ভেঙেছি। আবার এখন আমাকে বলা হয়, ‘পর্দায় নায়ক হয়ে দর্শকের এত কাছাকাছি যেয়ো না, একটু এক্সক্লুসিভ থাকো’। সেই মিথও ভাঙব আশা করছি। আমি এত আলাদা হতে চাই না। অন্য কাউকে ছোট না করেই বলছি, এটা আমার জীবনের দর্শন।’

দীর্ঘ সময় নাটকে কাজ করা নিশো সেখান থেকে বড় পর্দায় আসতে এতটা সময় লাগার কারণও জানিয়ে বলেন, ‘আমি তো পেশাদার অভিনেতা। তাই আমার কিছু চাহিদা পূরণ হতে হবে। আমার কাছে ভাল গল্প এল। কিন্তু ভাল পরিচালক নেই, বাজেট নেই। অন্য দিকে বাজেট আছে, তবে ভাল টিম নেই, গল্প নেই। এ সব কাজ আমি করব না। ভেবেছিলাম, যখনই বড় পর্দায় আসব একেবারে পেশাদারের মতো অভিষেক হবে। কারণ অভিনয় আমার রুজিরুটি। আদর্শ কিংবা প্যাশনের জন্য তো সিনেমায় অভিনয় করব না। দানধ্যান করতে আসিনি। আমি অহংকারী নয়, স্পষ্টবাদী। ‘সুড়ঙ্গ’-এর ক্ষেত্রে আমার সব ক’টা ইচ্ছে পূরণ হয়েছে। আমি নিজেকে ফাঁকি দিতে চাইনি। আমার চাহিদাগুলো এই ছবির ক্ষেত্রে যদি না মিলত, তা হলে হয়তো আরও দেরি হত বড় পর্দায় আসতে। মনের মতো ছবি পাওয়ার জন্য যদি বৃদ্ধ বয়স পর্যন্ত অপেক্ষা করতে হত, তা-ই করতাম।’

নিজের প্যাশন থেকেই অভিনয়ে এসেছিলেন তিনি। অভিনেতার ভাষ্য, ‘আমি একটা লম্বা জার্নি পেরিয়ে এসেছি। শুরুতে মডেলিং। তার অনেক পরে অভিনয়ে আসা। কিন্তু তার পর থেকেই ভীষণ টান অনুভব করতাম অভিনয়ের প্রতি। মডেলরা যে অভিনয় করতে পারেন না, এ হতে পারে না। এটা ভুল ধারণা, এক দিন ভাঙবই। প্যাশন থেকে পেশা হিসেবে নেওয়া ‘

এই সম্পর্কিত আরও খবর

সর্বশেষ আপডেট