Saturday, May 4, 2024

তামিমের ফেরার বার্তায় মহা খুশি মুশফিকুর রহিম

সম্ভাবনাই সত্য হলো। অভিমান ভেঙে আবারও জাতীয় দলে ফিরলেন তামিম। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আবারও জাতীয় দলের জার্সিতে ফেরার আভাস দিলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল খান। শুক্রবার (৭ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে নিজের সিদ্ধান্তের কথা জানান তামিম ইকবাল।

প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে তামিম বলেন, ‘আমি আবারও জাতীয় দলে খেলছি। তবে যেহেতু আমি এখনও ফিট নেই এবং মানষিক অবস্থা ভালো না তাই আমাকে দেড় মাস বিশ্রাম দেয়া হয়েছে। এরপর আবারও জাতীয় দলে খেলছি। আমি প্রধানমন্ত্রীর কথা ফেলতে পারিনা। তিনি ক্রিকেট ভালো বাসেন।’

তামিমের ফেরার বার্তায় মহা খুশি মুশফিকুর রহিম। তিনি ফেসবুকে একটি স্ট্যাটাসে দেন। লিখেন, এর চেয়ে ভাল খবর হতে পারে না। আমরা আবারও মাঠ ভাগাভাগি করব শুনে খুব খুশি হয়েছি। ইন শা আল্লাহ এটি একটি নতুন পুনঃসূচনা এবং একসাথে আমরা অদূর ভবিষ্যতে বাংলাদেশের জন্য বিশাল গৌরব বয়ে আনব।

এদিকে, তামিমের ক্রিকেটের ফেরার ঘোষণায় মাশরাফি বলেন, আবার দেখা হবে, এ দেখাই শেষ দেখা নয় ইনশাল্লাহ।

এই সম্পর্কিত আরও খবর

সর্বশেষ আপডেট