Wednesday, May 1, 2024

কিভাবে দেখবেন বাংলাদেশের খেলা, এখনো কাটেনি সম্প্রচার শঙ্কা

আগামীকাল মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-আয়ারল্যান্ড মধ্যকার সিরিজের প্রথম ওয়ানডে। চেমফোর্ডে বাংলাদেশকে আতিথ্য দেবে আইরিশরা। তবে জয় পরাজয় আর শক্তিমত্তা ছাপিয়ে আলোচনায় ম্যাচ সম্প্রচার ইস্যু। বাংলাদেশ থেকে সাকিব-তামিমদের খেলা দেখতে পারা নিয়ে এখনো রয়েছে শঙ্কা।

সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ শুরু হতে যখন ২৪ ঘণ্টাও হাতে নেই, কিন্তু এখনো ধোয়াশা কাটেনি দেশের মাটিতে সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে। যদিও আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে শনিবার সিরিজের সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে প্রিমিয়ার স্পোর্টস।

প্রিমিয়ার স্পোর্টস সম্প্রচার স্বত্ব কিনে নিলেও পুরো বিশ্বব্যাপী কোন কোন চ্যানেলে সিরিজটি দেখা যাবে, সেটা এখনো জানা যায়নি। মেলেনি বাংলাদেশ থেকে কোন চ্যানেলে দেখা যাবে খেলা, এই প্রশ্নের উত্তরও।

উল্লেখ্য, আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ এই সিরিজটি। যার আয়োজক এসেক্স, আর খেলা মাঠে গড়াবে চেমসফোর্ডের ক্লাউডি কাউন্টি গ্রাউন্ডে। ম্যাচগুলো হবে যথাক্রমে ৯, ১২ ও ১৪ মে।

এই সম্পর্কিত আরও খবর

সর্বশেষ আপডেট