Thursday, April 25, 2024

ঝাঁঝ বেড়েছে কাঁচা মরিচের, কেজি ১৬০ টাকা!

মরিচের দাম বাড়ায় বিপাকে ত্রেতারা। ঝাঁঝ বেড়েছে কাঁচা মরিচের। আগে প্রতিকেজি কাঁচা মরিচ ৮০-১০০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে ১৬০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।

রাজধানীর প্রায় সবগুলো বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি। এ ছাড়া প্রতিকেজি পেঁপে ৮০ টাকা, বেগুন ৮০ টাকা, গাজর ৭০-১২০ টাকা, বরবটি ১০০ টাকা, কচুরমুখী ১৬০ টাকা, লাউ ৭০-৮০ টাকা ও শসা বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে।

বাজারের ব্যবসায়ী মনির বলেন, এবার সবজির ব্যাপক চাষ হয়েছে। তাই বাজারে সবজির দাম স্বাভাবিক রয়েছে। তবে গেল সপ্তাহ থেকে এই সপ্তাহে কাঁচা মরিচের দাম অনেক বেড়েছে।

আরেক ব্যবসায়ী আসাদ বলেন, অন্যান্য সবজির দাম গত সপ্তাহের মতোই রয়েছে। তবে খুব দ্রুতই বেড়েছে কাঁচা মরিচের দাম। মরিচের দাম আরো বাড়লে ক্রেতাদের সমস্যায় পড়তে হবে।

এই সম্পর্কিত আরও খবর

সর্বশেষ আপডেট