Monday, July 22, 2024

হেসেখেলে রান তুলছে দক্ষিণ আফ্রিকা

সিরিজের প্রথম ওয়ানডেতে খেলতে পারেননি কুইন্টন ডি কক। এই ওপেনারকে নিয়েই দ্বিতীয় ম্যাচের সাজিয়েছে দক্ষিণ আফ্রিকা। তার আগে টস জিতে বাংলাদেশ সংগ্রহ করেছে ৯ উইকেটে ১৯৪ রান।

ছোট লক্ষ্যে ব্যাট করতে নামার সঙ্গে চাপ রয়েছে সিরিজ বাঁচানোরও। ডি কক ও জানেমান মালান সেই চাপ মুক্ত করতেই লড়ছেন দুই প্রান্তে। এক প্রান্তে মালান রান তুলছিলেন ধীরে, অন্য প্রান্তে ডি ককের ঝোড়ো ব্যাটিং।

প্রথম দুই ওভারে ৩ রান আসলেও পরের ওভার থেকেই রান তুলতে শুরু করেছেন দ্রুত। ডি কক এরই মধ্যে ফিফটি পূর্ণ করেছেন মাত্র ২৬ বলে। যদিও ভয়ংকর হয়ে ওঠার আগেই ফেরানো গেছে মালানকে। মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরার আগে ৪০ বলে করেছেন ৪০ রান।

ডি কক পঞ্চাশ পূর্ণ করে কিছুটা ধীর হলেও এরই মধ্যে জয়ের মজবুত ভীত গড়ে ফেলেছেন। ১২ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা সংগ্রহ করেছে ১ উইকেটে ৮৬ রান। ডি কক ৫৮ রানে রয়েছেন অপরাজিত।

এই সম্পর্কিত আরও খবর

সর্বশেষ আপডেট