Wednesday, May 22, 2024

নয় মাস পূর্ণ হলো ছেলের, নয়টি কেক কেটে উদযাপন রাজ-পরীর

দেখতে দেখতে নয় মাস পূর্ণ হলো রাজ্যের। রাজ-পরী ছেলের জন্মদিনটি ঘরোয়া আয়োজনেই উদযাপন করেছেন। সেই মুহূর্তের কয়েকটি স্থিরচিত্র গতকাল বৃহস্পতিবার (১১ মে) সকালে ফেসবুকে পোস্ট করেন পরী। ছবিতে দেখা যায় নানা রঙের নয়টি কেক সাজিয়ে ছেলেকে নিয়ে বসে আছেন রাজ-পরী।

পোস্টে ছেলেকে শুভেচ্ছা জানিয়েছে মা পরীমণি লেখেন, ‘আজ রাজ্যের নয় মাস পূর্ন হলো, আলহামদুলিল্লাহ। শুভ নয় মাস বাপজান।’ এর আগে গত বছরের ১২ নভেম্বর ছেলের জন্মের তিন মাস উদযাপনের ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন পরী।

উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর বিয়ে করেন রাজ-পরী। এরপর ১০ জানুয়ারি পরীমনি মা হতে যাওয়া ও তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে।

এই সম্পর্কিত আরও খবর

সর্বশেষ আপডেট