Monday, July 22, 2024

ছবি প্রকাশ করে শাকিব খানকে যে বার্তা দিলেন মিশা সওদাগর

রবিবার বঙ্গোপসাগরের তীরের জেলা কক্সবাজারে শুটিং করছিলেন শাকিব খান। কিন্তু শাকিবের ক্যারিয়ারের একটি বিশেষ দিন ছিল রবিবার। দুই যুগ আগে অর্থাৎ ২৪ বছর আগে এই দিনেই শাকিব ঢাকাই চলচ্চিত্রে অভিনেতা হিসেবে অভিষিক্ত হন। দিনব্যাপী ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভাসছিলেন শাকিব।

আসন্ন ঈদুল আজহার সিনেমা প্রিয়তমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন শাকিব খান। ঈদে মুক্তি নিশ্চিত করতেই দিনরাত ক্যামেরার সামনে থাকতে হচ্ছে অভিনেতাকে। কিন্তু বিশেষ দিন হিসেবে অনেকের শুভেচ্ছাই ছিল উল্লেখ করার মতো। মিশা সওদাগর শাকিব খান মিলে সিনেমা করেছেন অনেকগুলো। যার ফলে বরাবরই এই জুটিকে পর্দায় দেখা যায়।

সুপারস্টার শাকিব খানের ক্যারিয়ারের ২৪ বছর পূর্তিতে শুভেচ্ছা জানিয়ে মিশা নিজের ফেসবুকে লিখেছেন, নাম যশ দেয়ার জন্য পৃথিবীতে অনেক লোক আছে। কিন্তু দোয়ার জন্য অনেক কম। তুমি সবসময় আমার দোয়ার মধ্যে ছিলে আছো এবং থাকবে। দুই যুগের জন্য অনেক ভালোবাসা এবং শুভকামনা।

এর সঙ্গে মিশা শাকিব ও তাঁর যুগল ছবি ফেসবুকে পোস্ট করেছেন। যেখানে চলচ্চিত্রের ভক্তরা নিজেদের নানারকম প্রতিক্রিয়া প্রকাশ করেছেন।

এই সম্পর্কিত আরও খবর

সর্বশেষ আপডেট