Tuesday, April 23, 2024

এবার নিজেই বাংলাদেশে আসার বার্তা দিলেন এমিলিয়ানো মার্টিনেজ

আলবিসেলস্তেদের ফুটবল ইতিহাসে মার্টিনেজ অমর হয়ে থাকবেন। কারণ, কাতারের মাটিতে ৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে যতটা অবদান ছিল লিওনেল মেসির, তার থেকে কিছু কম ছিল না এমিলিয়ানো মার্টিনেজের। এই গোলরক্ষকের ফাইনালে সেই ১২৩ মিনিটের অবিশ্বাস্য সেইভ এখনো আর্জেন্টাইন ভক্তদের মনে রয়েছে।

এবার এই বিশ্বকাপজয়ী তারকাকে কলকাতার স্পোর্টস প্রোমোটার শতদ্রু দত্ত ভারতে আনতে যোগাযোগ করলে, সে বাংলাদেশেও আসতে চায় বলে জানায় সপ্তাহখানেক আগে। এ বিষয়ে সোমবার তার ফেসবুক পেজ থেকে আসার খবর নিশ্চিত করেছেন তিনি। বাংলাদেশের ভক্তদের সঙ্গে দেখা করার রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে তার মনে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মার্টিনেজ লেখেন, ‘এই সময়ে মোহনবাগান ক্লাবের মাঠে একটি চ্যারিটি ফুটবল ম্যাচের প্রধান অতিথি তিনি। বিভিন্ন চ্যারিটেবল কার্যক্রমে অংশ নেবেন তিনি। ভক্তদের সঙ্গে তার কিছু প্রোগ্রাম রয়েছে। ওই পোস্টেই বাংলাদেশের ভক্তদের সঙ্গে দেখা করার কথা বলেছেন মার্টিনেজ। বুধবার তার এজেন্ট শতদ্রু দত্ত ঢাকায় আসবেন। বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা। প্রাথমিকভাবে তিনি জানান, ৩ জুলাই ঢাকায় আসবেন। শেষ দুই দিন থাকবেন কলকাতায়।’

মার্টিনেজ লিখেছেন, ‘আমি জানি কলকাতা ও বাংলাদেশে আর্জেন্টিনার বিশাল ভক্তগোষ্ঠী আছেন। তাদের সঙ্গে দেখা হবে, আমি রোমাঞ্চিত।’

মার্টিনেজকে দক্ষিণ এশিয়া ট্যুরে নিয়ে আসছেন স্পোর্টস প্রমোটার কোম্পানি শতদ্রু দত্ত এসোসিয়েটসের শতদ্রু দত্ত। ফেসবুকের পোস্টে তাকে ধন্যবাদ জানিয়েছেন মার্টিনেজ। এছাড়া বাংলা ভাষাভাষি ভক্তদের উদ্দেশ্যে পোস্টের শেষ অংশে মার্টিনেজ ইংরেজি অক্ষরে লিখেছেন, ‘আমি তোমাদের ভালোবাসি।’

এই সম্পর্কিত আরও খবর

সর্বশেষ আপডেট