Monday, May 20, 2024

‌‘সোনাল চৌহান কবে আসবেন কেউ জানবে না’

শেষ হয়েছে শাকিব খানের প্যান ইন্ডিয়ান প্রথম চলচ্চিত্র ‘দরদ’র প্রথম লটের কাজ। ভারত ঘুরে চলতি মাসেই এর শুটিং হবে বাংলাদেশে। পরিচালক অনন্য মামুনের তথ্য মতে, এতে অংশ নিতে ঢাকায় পা রাখবেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। তবে পরিচালকের জোর দাবি, নায়িকার হদিস পাবে না কেউ। আজ (২ ডিসেম্বর) ফেসবুক লাইভে এসে শাকিব সমালোচকদেরও একহাত নেন পরিচালক। পাশাপাশি মুক্তির তারিখ নিশ্চিত করেন তিনি।

অনন্য মামুন বলেন, ‘‘আগামী ২ ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘দরদ’। এর কোনো নড়চড় হবে না। অনেকে বলছেন, শুটিং বন্ধ হয়ে গেছে, মুক্তি পাবে না—এগুলো কথা কানে নেবেন না কেউ। শুটিং ডিসেম্বরেই হবে। বাংলাদেশেই হবে। সোনাল চৌহানও অংশ নেবেন। তবে কবে থেকে হবে, কোথায় হবে, চৌহান ঢাকায় কবে আসবেন—গ্যারান্টি দিচ্ছি কেউ তা বলতে পারবেন না। আমি জানি, এটা জানলে বাংলাদেশে যেখানেই শুট করি না কেন, আমরা ক্যামেরা আটকাতে পারব না।’

‘দরদ’র আগামী কাজ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘‘দরদ’র প্রত্যেকটা জিনিস প্রথমে হিন্দিতে রিলিজ হবে। এটা আমার ও শাকিব ভাইয়ের প্ল্যান। অনেকেই বলছেন এটা বলিউড ছবি কি না? মনে রাখতে হবে, বলিউডে সব ছবির বাজেট ১০০ কোটি হয় না। ছবির বাজেট নির্ভর করে গল্পের ওপর। গল্পই বলে দেবে আপনি ওই ছবিতে কত টাকা ইনভেস্ট করবেন। ‌এমন কোনো নতুন টেকনোলজি নেই যে ‘দরদ’-এ আমরা ব্যবহার করিনি। এ ছবির প্রত্যেক আর্টিস্টকে আপনারা দেখেছেন; রাহুল দেব, রাজেশ শর্মা—হিন্দি একটা সিনেমায় যে পরিমাণ আর্টিস্ট থাকে তার কোন অংশে ‘দরদ’ নাই?’’

সমালোচকদের উদ্দেশে পরিচালক বলেন, ‘‌‘দরদ’ একটা পুরাদস্তুর বলিউড ফিল্ম হচ্ছে। দারুণভাবে বলিউডে শাকিব খানের এন্ট্রি হচ্ছে। আগামী এপ্রিলে পরবর্তী প্রজেক্টে অনেক বড় একটা ধামাকা অপেক্ষা করছে। যাঁরা এখনও এফডিসিকেন্দ্রিক চার দেয়াল থেকে বের হতে পারছেন না, তাদেরই এই জিনিসগুলো সহ্য হচ্ছে না। আপনারা এত ব্যস্ত তো নিজেদের কাজের আপডেটাই দেন। আর শাকিবিয়ানদের বলছি, এদের ভিডিওতে রিপোর্ট করুন। তাহলে সব ঠিক হয়ে যাবে।’’

‘দরদ’ ছবিতে শাকিব-সোনাল ছাড়াও থাকছেন পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, দেব চন্দ্রিমা, লুৎফুর রহমান জর্জ, ইমতু, এলিনা শাম্মী, রিও প্রমুখ। বাংলাদেশের পাশাপাশি ছবিটির সহ-প্রযোজনায় রয়েছে ভারতের প্রযোজনা সংস্থা এসকে মুভিজ ও মুম্বাইয়ের ‘ওয়ান ওয়ার্ল্ড মুভিজ’।

এই সম্পর্কিত আরও খবর

সর্বশেষ আপডেট