Wednesday, May 15, 2024

যে কারণে খুব কষ্ট পেয়েছেন পরীমণি

২০২১ সালে পরীকে এফডিসির ভেতর কোরবানি দিতে দেওয়া হয়নি। তাই এফডিসির বাইরেই তিনি ৬টি গরু কোরবানি দেন। সেসময় থেকে এফডিসির জন্য না, নিজের পরিবারের জন্য কোরবানি দিচ্ছেন বিশ্বসুন্দরী খ্যাত এই অভিনেত্রী। এবারও তাই করবেন বলে জানিয়েছেন তিনি। পরীর ভাষ্য, ‘আর কদিন বাদেই ঈদুল আজহা। অবশ্যই কোরবানি দেব। তবে এফডিসির জন্য নয়, এবারও নিজের পরিবারের জন্য।’

খোঁজ নিয়ে জানা যায়, কিছু সহকর্মীর নেতিবাচক আচরণের কারণেই মনের ভেতর ক্ষোভ জমেছে পরীর। আর ক্ষোভ থেকেই পরীর এমন সিদ্ধান্ত। এফডিসিতে ২০২১ সালের পর থেকে আর কোরবানি দেন না এই চিত্রনায়িকা।

এফডিসিতে কোরবানি না দেওয়ার পেছনে ‘ক্ষোভ’ কী মূল কারণ?

এমন প্রশ্নের উত্তরে পরীমণি বলেন, ‘না, বিশেষ কোনো কারণ নেই। এই শিল্পের সঙ্গে আমার আত্মার সম্পর্ক। তবে এখানকার কিছু মানুষের আচরণে খুব কষ্ট পেয়েছি। যা প্রকাশ করার মতো না। আর এখন তো এফডিসিতে কোরবানি দেওয়ার নিয়মও নাই। দেখবেন- এখন অসচ্ছল সহকর্মীদের জন্য কিছু করার হলে এফডিসির বাইরে গিয়ে করি। আর যারা আমাকে ভালোবাসে তারা সরাসরি আমার সঙ্গেই যোগাযোগ করেন। আমি চেষ্টা করি তাদের পাশে থাকতে।’

এই সম্পর্কিত আরও খবর

সর্বশেষ আপডেট