Friday, April 26, 2024

বাল্যবন্ধুর দোকানে মিষ্টি খেলেন রাষ্ট্রপতি

বীর মুক্তিযোদ্ধা মোঃ সাহাবুদ্দিন, শৈশব কেটেছে পাবনা শহরের অলিগলিতে। বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে, কখনো বা স্কুল ফাঁকি দিয়ে। ময়রার দোকানে বসে মিষ্টি খেতে খেতে গল্পসপ্প করেও অনেক সময় পার করেছেন তিনি। বহু বছরের পুরনো স্মৃতি।

তিনি আজ বাংলাদেশের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হিসেবেই সোমবার প্রথমবার পাবনায় আসেন তিনি। দেশের সর্বোচ্চ পদে আসীন হয়েছেন কিন্তু ভুলে যাননি বাল্য বন্ধুদের। তাই চলে এসেছেন শৈশবের স্মৃতি রোমন্থনে। মনে রেখেছেন অনেক স্মৃতি।

তাইতো ময়রার দোকানে এসেছেন মিষ্টি খেতে। লক্ষ্মী মিষ্টান্ন ভান্ডার, মালিকের নাম লাবু। শহরের ব্যস্ততম আব্দুল হামিদ রোডে দোকান তার। দোকানে ঢুকলেন, বাল্যকালের স্মৃতিভরা দোকানে একটু বসলেন। মিষ্টিও খেলেন রাষ্ট্রপতি, সফর সঙ্গীদেরকেও খাওয়ালেন।

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন সবাইকে স্মরণ করিয়ে দিলেন, মানুষ বড় হয়েও ছোটবেলার বন্ধুদের ভুলেনা।-বাসস

এই সম্পর্কিত আরও খবর

সর্বশেষ আপডেট