Monday, May 20, 2024

প্লেব্যাক জুটিতে ভালো গান হলে সাড়া জাগানো সম্ভব : বালাম-কোনাল

ঈদে মুক্তি পেতে যাচ্ছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ‘রাজকুমার’ সিনেমা। এতে নায়কের সঙ্গে রয়েছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। সিনেমাটির মুক্তি উপলক্ষে গত ২৮ মার্চ প্রকাশ পেয়েছে টাইটেল সং ‘রাজকুমার’। জনপ্রিয় সংগীতশিল্পী বালাম ও সোমনুর মনির কোনালের কণ্ঠের গানটি ব্যাপক সাড়া ফেলেছে দর্শক-শ্রোতামহলে।

গত বছরই অবশ্য একই নায়কের ‘প্রিয়তমা’ সিনেমার টাইটেল সংয়ে কণ্ঠ দিয়েছিলেন তারা। দুটি সিনেমারই এই সংগীতজুটির গান বেশ প্রশংসিত। সাধারণত ঢাকাই সিনেমায় একই নায়কের সিনেমায় সংগীতশিল্পীদের জুটি হয়ে ধারাবাহিকভাবে কাজ করতে দেখা যায় না। আবার এমন জুটিতে দর্শকমহল থেকে সাড়া কম পাওয়া নিয়েও ঝুঁকি থাকে। সে ক্ষেত্রে ‘প্রিয়তমা’ সিনেমার পর ‘রাজকুমার’-এ বালাম ও কোনালের গানটি ভালোভাবেই গ্রহণ করে নিয়েছেন শ্রোতারা।

এ ব্যাপারে সংগীতশিল্পী কোনাল বলেন, ‘এটা অবশ্য ঠিক যে একই নায়কের দুটি সিনেমায় কোনো শিল্পীদের জুটি হয়ে গান করতে দেখা যায় না। আবার সেটি হলেও সাড়া পাওয়া নিয়ে ভাবার বিষয় থেকে। কিন্তু আমাদের খুবই ভালোভাবে নিয়েছেন দর্শক-শ্রোতারা। এ জন্য তাদের কাছে কৃতজ্ঞ আমরা।’

তবে এই সাফল্য ধারাবাহিকভাবে ঠিক থাকবে কিনা―এ ব্যাপারে প্রশ্ন উঠতেই গায়ক বালাম বলেন, ‘আমাদের দিক থেকে সবসময় চেষ্টা থাকবে নিজেদের সেরাটা দিয়ে কাজ করার। যা “প্রিয়তমা” ও এবারের “রাজকুমার”-এর গানে দু’জনই নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করেছি। পরপর দুটি সিনেমার দুটি গানে এভাবে সাড়া পাব, সেটি আমাদের ভাবনায়ও ছিল না। তবে তাদের এই সাড়াকে আমি সৃষ্টিকর্তার আশীর্বাদ হিসেবে দেখি। তারা যেহেতু বালাম-কোনাল জুটিকে এতটা পছন্দ করেছে, আমরাও চেষ্টা করব তাদের এই ভালোবাসার প্রতিদান দেয়ার জন্য।’

সুরেলা কণ্ঠের গায়িকা কোনালও সহমত পোষণ করেন বালামের সঙ্গে। শ্রোতাদের ইতিবাচক সাড়া অনুপ্রেরণা জোগায় জানিয়ে একবাক্যে কোনাল বলেন, ‘যতদিন আমরা শ্রোতাদের সুন্দর ও ভালো গান উপহার দিতে পারব, ততদিন নিশ্চয়ই তারা আমাদের এভাবে ভালোবাসা দিতেই থাকবে।’

‘জনম জনমের ভালোবাসা তোমার আর আমার, তোমার রূপকথাতে আমি হবো রাজকুমার’―এমন চমৎকার কথায় গানটির কথা লিখেছেন গীতিকার আসিফ ইকবাল এবং এটির সংগীত করেছেন আকাশ। গানটি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে প্রকাশের পর মাত্র সাতদিনে প্রায় পঞ্চাশ লাখ ভিউ ছাড়িয়েছে।

বালাম-কোনাল জুটির প্লেব্যাকে দ্বিতীয় গানের সাফল্য ও প্রশংসায় প্রশ্ন উঠে, অন্যসব শিল্পীদের ক্ষেত্রে প্লেব্যাকে জুটি হওয়া চ্যালেঞ্জিং হচ্ছে কি-না? বিষয়টিকে ইতিবাচকভাবে নিচ্ছেন বলে জানিয়ে ‘এক মুঠো রোদ্দুর’ খ্যাত গায়ক বলেন, ‘আমি ইতিবাচকভাবে নিচ্ছি। বড় আকারে আমাদের দেশের সিনেমা আসছে, দর্শকরা আবার হলমুখী হচ্ছে। এতে সিনেমার বাজার ভালো হচ্ছে এবং বিস্তৃত হচ্ছে। সামগ্রিকভাবে আমাদের ইন্ডাস্ট্রি এগিয়ে যাচ্ছে এবং দর্শকরাও ভালো সিনেমা দেখার সুযোগ পাচ্ছেন।’

‘বালাম-কোনাল জুটি যেহেতু দর্শক-শ্রোতারা গ্রহণ করে নিয়েছেন, তাহলে এমন আরও জুটি অবশ্যই আসবে। তারাও বড় বড় প্রোজেক্টে কাজ করবেন। আর আমাদের কাজের পরিধি যত বড় হবে, তাতে আমাদেরই লাভ। তাতে তো আমাদেরই সহকর্মীরা কাজ করবে। আমরা নিজেরাও অবশ্য চাই এমন জুটি আরও অনেক আসুক’―যোগ করেন বালাম।

জুটিবদ্ধ হওয়ার বিষয়ে সংগীতশিল্পী কোনাল বলেন, ‘এটা অনিশ্চিত যে কারা কাজ করবে সিনেমায়। জুটি অবশ্যই প্রথমে নির্ভর করে সিনেমার প্রযোজক-পরিচালকে ওপর। কখনো কখনো আন্তর্জাতিক মানের শিল্পী হলে সেটির ওপরও নির্ভর করে। তবে মূল বিচারক হচ্ছে দর্শক-শ্রোতা। তারা যদি মনে করে তারা জুটি হবেন না জুটি গ্রহণ করে নেয়, তাহলে পরবর্তীতে জুটি হওয়া যায়।’

সূত্র: চ্যানেল-24 অনলাইন।

এই সম্পর্কিত আরও খবর

সর্বশেষ আপডেট