Friday, April 26, 2024

‘আমরা এভাবেই সব সময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই’

কাঁধে কাপড়ের গাট্টি বা বস্তা। পুরো শরীর ভেজা, ক্লান্তি চোখেমুখে। তবে দৃঢ়তাও স্পষ্ট। তার নাম গোপাল, কনস্টেবল। তাঁর পাশে হাতে হাত মেলানো আরেক পুলিশ সদস্য, হাসিব। তার কাঁধেও একই রকম কাপড়ের বস্তা। তারা সেটি বহন করে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন।

আজ শনিবার এভাবেই পুলিশ সদস্যরা নিউ সুপার মার্কেটে আ’গুনের সময় ব্যবসায়ীদের মালামাল বের করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজে সহযোগিতা করেন। এমন বেশ কিছু ছবি সমাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং প্রশংসা কুড়ায়।

রমনা জোনের উপকমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ গণমাধ্যমকে বলেন, এটা আমরা আমাদের দায়িত্বের জায়গা থেকে করেছি। আমরা এভাবেই সব সময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই। তাদের বিপদে-আপদে থাকতে চাই, তাদের আনন্দ-উৎসবে অংশীদার হতে চাই। আমরা এখানে মূলত এসেছিলাম আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে। পরে ব্যবসায়ীদের সহযোগিতার জন্য এগিয়ে যাই। আমাদের সদস্যরা ফায়ার ফাইটারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন। সকলের সম্মিলত প্রচেষ্টায় আ’গুন নিয়ন্ত্রণে এসেছে।

এই সম্পর্কিত আরও খবর

সর্বশেষ আপডেট