Thursday, March 28, 2024

`হোম অফ ক্রিকেট’ মাতাতে আসছেন এ আর রহমান

করোনার কারণে স্থগিত হয়ে যাওয়া ‍মুজিববর্ষ ফের আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর অনুষ্ঠান রাঙাতে ভারতের খ্যাতনামা সঙ্গীতশিল্পী এ আর রহমানকে নিয়ে আসছে বিসিবি। এমনটাই জানিয়েছেন বোর্ডের মিডিয়া কমিটি চেয়ারম্যান তানভির আহমেদ টিটু।

২০২০ সালের মার্চে ঘটা করে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করতে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু বিশ্বব্যাপী মহামারি করোনাভাইারাস আঘাত হানায় সেটা সম্ভব হয়নি। পিছিয়ে যাওয়া সেই অনুষ্ঠান চলতি মাসের শেষদিকে আয়োজন করবে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করতে দেশের ক্রিকেটের আঁতুরঘর খ্যাত মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামকে বেছে নিয়েছে বিসিবি। বর্ণিল আয়োজনে উপস্থিত থাকতে পারেন মাননীয় প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান নিয়ে গণমাধ্যমকে টিটু বলেন, ‘করোনার পরিস্থিতি উন্নতি হওয়ায় আমরা মুজিববর্ষ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। আশাকরি সবকিছু ঠিক থাকবে আমরা সফলভাবে অনুষ্ঠানটি আয়োজন করতে পারবো।’

এই সম্পর্কিত আরও খবর

সর্বশেষ আপডেট