Monday, July 22, 2024

স্ত্রীর সঙ্গে যে কাণ্ড ঘটিয়ে ফের ভাইরাল বাদামকাকু

‘বাদাম বাদাম দাদা, কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম…’ এমনই কথায় ভুবন বাদ্যকরের গাওয়া গানটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় সেলিব্রিটি বনে গেছেন তিনি। প্রায়ই টিভি পর্দায় বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় তাকে। এবার স্ত্রীকে নিয়ে হাজির এই গায়ক। সবার সামনে ভালোবাসার মানুষটিকে (স্ত্রী) চুমু খেয়ে ফের ভাইরাল হলেন ভুবন।

খুব শিগগির শুরু হতে যাচ্ছে নতুন রিয়্যালিটি শো ‘স্মার্ট জোড়ি’। সঞ্চালনা করবেন টালিউড সুপারস্টার জিৎ। সেই শোয়েই অংশ নেবেন ভুবন ও তার স্ত্রী। স্টার জলসার পক্ষ থেকে এই শোয়ের একটি প্রোমো প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে স্ত্রীর গালে চুমু খাচ্ছেন ভুবন!

এই শোয়ে ভুবনের স্ত্রীকে জিৎ প্রশ্ন করেন, ভালোবেসে ভুবন তাকে কি দেন? কথা না বাড়িয়ে সোজা স্ত্রীর কাছে গিয়ে তাকে চুমু দেন ভুবন। বাদামকাকুর এমন কাণ্ডে প্রথমে জিৎ কিছুটা অবাক হলেও, পরে ভুবনকে শুভেচ্ছা জানান তিনি। নেটিজেনদের মতে, ভুবন গ্রামের এক নিরীহ মানুষ হওয়ায় অনেকেই তাকে নিয়ে ব্যবসা করছেন। অনেকের মতে, টিআরপি বাড়ানোর হাতিয়ার হিসেবেই বাদামকাকুকে ব্যবহার করা হচ্ছে।

সূত্র: সংবাদ প্রতিদিন

এই সম্পর্কিত আরও খবর

সর্বশেষ আপডেট