Monday, July 22, 2024

সালমান খান আহত, চিন্তার ভাঁজ অনুরাগীদের কপালে

দিনকয়েক আগেই কলকাতায় ঝড় তুলে গেছেন সলমন খান৷ আপতত মুম্বইতে ফিরেই শুটিং নিয়ে ব্যস্ত থাকার কথা ভাইজানের৷ ‘টাইগার ৩’ ছবির শুটিং সদ্যই শুরু হয়েছে৷ ইতিমধ্যেই ছবি নিয়ে উত্তেজনা শুরু হয়েছে ভক্তদের মধ্যে৷ তার মধ্যেই সলমনের ছবি দেখেই আঁতকে উঠেছেন ভক্তরা৷

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন সলমন খান, যা দেখে চিন্তায় পড়েছেন ভক্তরা৷ ছবিতে দেখা যাচ্ছে, ক্যামেরার দিকে পিছন ফিরে তাকিয়ে রয়েছেন সলমন৷ অভিনেতার পিঠে লাগানো বিশেষ টেপ সকলের নজর কেড়েছে৷ শরীরের কোথায় ব্যথা লাগলে এই বিশেষ টেপ লাগানোর পরামর্শ দেন চিকিৎসকেরা৷ এই ছবি দেখেই চমকে উঠেছেন ভক্তরা৷

সলমন নিজের ছবির সঙ্গে একটি ক্যাপশনও লিখেছেন৷ যেখানে লেখা রয়েছে-‘যখন কেউ ভাবা যে সে সারা পৃথিবীর ওজন নিজের কাঁধে তুলে নিয়েছে৷ তখন আমি বলি, আগে পাঁচ কিলো ডাম্বল তুলে দেখাও৷ টাইগার আহত’৷ ছবি দেখেই বোঝা যাচ্ছে শুটিং করতে গিয়েই পিঠে চোট পেয়েছেন অভিনেতা৷ তবে চোট কতটা গুরুতর তা বোঝা যাচ্ছে না৷

অভিনেতার চোট পাওয়া দেখেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা৷ এই ছবি ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি৷ ছবি দেখেই চিন্তার ভাঁজ পড়েছে অনুরাগীদের কপালে৷

ভক্তরা সকলেই তার আরোগ্য কামনা করেছেন৷ কমেন্টে ভক্তরা জানতে চেয়েছেন, কী হয়েছে আপনার? তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠুন কেউ বলেছেন, বাঘ সব থেকে ভয়ঙ্কর৷ ব্যক্তিগত কারণেই হোক কিংবা সিনেমার জন্যই হোক সর্বদাই লাইমলাইটের শীর্ষে থাকেন সলমন খান। আপাতত ‘টাইগার ৩’ ছবি নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা টগবগিয়ে ফুটছে দর্শকদের মধ্যে৷-নিউজ১৮

এই সম্পর্কিত আরও খবর

সর্বশেষ আপডেট