Tuesday, July 23, 2024

সবাই একেবারে আমার গায়ের ওপর এসে পড়ছিল : মাহি

বাজে স্পর্শ কিংবা ব্যাড টাচ লাগায় অনুষ্ঠানস্থল ত্যাগ করেন বলে অনেক ইউটিউবার ভিডিওর শিরোনাম করেছেন। তবে বিষয়টিকে একেবারে নাকচ করে দিলেন অভিনেত্রী মাহিয়া মাহি।

বুধবার বিকেলে সঙ্গে আলাপকালে ওই ঘটনা প্রসঙ্গে বলেন, সেখানে সাংবাদিক ইউটিউবার সবাই ছিলেন। সবাই আমার ইন্টারভিউ নিতে চায়। কিন্তু কেউই স্থির হতে পারছিল না। চিৎকার চেঁচামেচি চলছিল। একবার পেছন থেকে কেউ মাইক্রোফোন এগিয়ে দিচ্ছিল, একবার পাশ থেকে। সবাই একেবারে গায়ের ওপর এসে পড়ছিল। সেখানে আসলে কথা বলার অবস্থা ছিল না। তাই চলে আসছি। যে রকম কথা ছড়াচ্ছে কথা আসলে সেরকম নয়।

বুধবার সকাল থেদকেই মাহিয়া মাহির এই ঘটনা সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ঘটনার অংশবিশেষের বিভিন্ন ভিডিও নিয়ে নানা রকম কথা হতে থাকে। অনেক বি’ভ্রান্তিও ছড়িয়ে পড়ে। মাহির কথায় সেসব অনেকটা পরিস্কার হয়ে যায়।

অভিনেত্রী বলেন, এতো মানুষের সামনে তো কথা বলা সম্ভব না। আর তারা যা করছিল, সেখানে আমার পক্ষে দাঁড়িয়ে থাকাও কঠিন হয়ে যাচ্ছিল। আমি চলে এসেছি।

এই সম্পর্কিত আরও খবর

সর্বশেষ আপডেট