Tuesday, May 21, 2024

রুচি পরিবর্তনের জন্য দোয়া চাইলেন হিরো আলম, আসছেন চমক নিয়ে

সংস্কৃতি অঙ্গনের রুচির অবক্ষয়ের কথা প্রসঙ্গে হিরো আলম ব্যাপক আলোচনায় এসেছিলেন। এর প্রতি’বাদ জানাতে হিরো আলম লাইভে এসেছিলেন। তিনি লাইভে আসার পর পুরো ঘটনা দেশব্যাপী ভাইরাল হয়।

গতকাল (১৫ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে একটি স্ট্যাটাস দেন হিরো আলম। স্ট্যাটাসে হিরো তিনি লেখেন, মানুষের রুচি পরিবর্তন করার চেষ্টা করছি সবাই দোয়া রাখবেন। কলকাতার ঐতিহ্যবাহী লোকেশনে শুটিং চলছে। পরিচালনায় আলী জুলফিকার জিহাদী। ভিন্ন রকম আরেকটি মিউজিক ভিডিও।

স্ট্যাটাসের সঙ্গে হিরো আলম একটি ছবিও জুড়ে দেন। ছবিদে দেখা যাচ্ছে হিরো আলম অফিশিয়াল পোশাক পরে আছেন।

উল্লেখ্য, হিরো আলম রমজান মাসে ইসলামি গান মুক্তি দিয়েছেন। গানটি প্রকাশের সঙ্গে সঙ্গে তার ভক্তরা লুফে নিয়েছেন। ২৬ মার্চ দুপুরে হিরো আলমের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এ ইসলামি গানটি মুক্তি পেয়েছে। গানটির শিরোনাম ‘মাহে রমজান’। কথা ও সুর করেছেন আব্দুল কাদির হাওলাদার।

এই সম্পর্কিত আরও খবর

সর্বশেষ আপডেট