Wednesday, May 22, 2024

রাসেল ডমিঙ্গোই এখন বিশ্বকাপ জয়ের বিশ্বাসের জোগানদাতা

এবার বিশ্বকাপ জয়ের আত্মবিশ্বাস তৈরি করতে বললেন কোচ রাসেল ডমিঙ্গো। বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। কারণ দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো সিরিজ জেতার পর টাইগাদের এই বিশ্বাসটি জন্ম নিয়েছে।

তামিম বলেন, ‘রাসেল খুব ভালো একটা কথা বলেছে। ম্যাচ শেষে আমরা যখন ড্রেসিংরুমে কথা বলি তখন সে বলেছে এই সিরিজ জয়ের পর তোমরা যদি বিশ্বাস না করো যে তোমাদের পক্ষে বিশ্বকাপ জেতা সম্ভব, তাহলে আর কোনো কিছুতে বিশ্বাস করবে না। আমার মনে হয় খুব ভালো একটা বার্তা ছিল এটি।’

তামিম আরও বলেন, ‘জিম্বাবুয়ের বিপক্ষে জয় ছাড়া এটিই বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম সিরিজ জয়। দক্ষিণ আফ্রিকায় দক্ষিণ আফ্রিকাকে হারানো খুবই কঠিন। এই কথাটা শুধু আমাদের জন্য না, এটা অন্য সব দলের জন্য প্রযোজ্য। টপ টিমের (ভারত) বিপক্ষেও ওরা (প্রোটিয়ারা) কিছুদিন আগে ৩-০ ব্যবধানে জিতেছে। নিজেদের ওপর বিশ্বাস রাখা ও সিরিজ জেতাটা সত্যিই বিশেষ কিছু। ’

বাংলাদেশ দলের সঙ্গে যারা রয়েছেন, সবাইকে এই জয়ের কৃতত্ব দিয়েছেন তামিম, ‘টিম ইফোর্ট মানে, এখানে কোচিং স্টাফরাও টিমের অংশ। ২৫-৩০ জনের যে স্কোয়াডটা আছি ম্যাসাজ ম্যান, থ্রোয়ার- সবারই অবদান রয়েছে। ওরা যদি ওদের কাজটা ঠিকঠাক না করত তাহলে আমরা ফিট হতাম না। আর দক্ষিণ আফ্রিকায় থাকা আমাদের সমর্থকরাও দ্বাদশ খেলোয়াড়ের ভূমিকা পালন করেছে।’

এই সম্পর্কিত আরও খবর

সর্বশেষ আপডেট