Saturday, February 24, 2024

‘রাজ আমাকে ছেলেদের মতো ট্রিট করে’, সম্পর্কের গুঞ্জনে সুনেরাহ

অনেকেই অভিনেতা শরিফুল রাজ ও অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের মধ্যে কোনো সম্পর্ক ছিল কিনা—এ নিয়ে প্রশ্ন তুলেছেন। এ ব্যাপারে আগেই অবশ্য শরিফুল রাজ জানিয়েছেন, তারা কেবলই শুধু বন্ধু। সোশ্যাল মিডিয়ায় ছবি ও ভিডিও ছড়িয়ে পরার ঘটনায় নানা সমালোচনা ও বিতর্ক চলছে।

অভিনেত্রী সুনেরাহও কথা বলেছেন সংবাদমাধ্যমে। বুধবার (৩১ মে) এ অভিনেত্রী বলেন, রাজের প্রতি ওইভাবে কোনো আগ্রহ নেই আমার। আমরা কেবলই ভালো বন্ধু। আমাদের নিয়ে কোনো গুজবের প্রশ্নই আসে না। আমাদের মধ্যে কিছু নেই। ওর প্রতি ওইভাবে আমার জিরো পয়েন্ট জিরো পার্সেন্টও ইন্টারেস্ট নেই। ও আমার ভালো বন্ধু। ও সব সময় আমাকে ছেলেদের মতো ট্রিট করে আসছে।

অভিনেত্রী সুনেরাহ আরও বলেন, রাজ তো আমাকে শুধু বলতো তুই মেয়ে নাকি, তুই তো পোলা। এভাবেই আমাকে সবসময় ট্রিট করছে। আমরা এতটাই ভালো বন্ধু। এখানে অন্য কিছুর প্রশ্নই উঠে না বলে জানান অভিনেত্রী।

এদিকে পরীমণি জানান, শরিফুল রাজ ১০ দিন ধরে তার সঙ্গে নেই। অভিনেতার ফোন সুনেরাহর কাছে। তিনিই সব ছবি ও ভিডিও পোস্ট করেছেন। আরও বলেন, একটি মহল আমার সংসার ভাঙার চেষ্টা করছে। আইনি ব্যবস্থা নেয়ারও হু’মকি দেন পরীমণি।

এই সম্পর্কিত আরও খবর

সর্বশেষ আপডেট