Thursday, November 30, 2023

যার কারণে সাত সাগর পাড়ি দিতেও আপ’ত্তি নেই মাহির

ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি চলতি বছরের মার্চ মাসে প্রথম সন্তানের মা হন। নিজের ছেলের নাম রাখেন মো. মোসাইব আরাশ শামসুদ্দিন ফারিশ সরকার। বৃহস্পতিবার ৬ মাস পূর্ণ হয়েছে ফারিশের। এদিন ছেলের উদ্দেশে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি চিরকুট প্রকাশ করেছেন মা মাহিয়া মাহি।

এই নায়িকা লিখেছেন- বাবা, একদিন যখন তুমি অনেক বড় হবে, তখন তুমি নিশ্চয়ই বুঝবে মা একটা সুখ পাগল পাখি। সুখী হওয়ার জন্য সে আটলান্টিক মহাসাগরও সাঁতরে পাড়ি দিতে পারে। সেদিন তুমি আমাকে বুঝবে তো বাবা? সেদিনও এভাবে আমার হাত ধরবে তো? আজকে তোমার প্রথম মুখে ভাত বাবা, আজকে তোমার স্পেশাল দিন- আমি তোমার প্রত্যেকটা স্পেশাল দিন স্মরণীয় করে রাখার চেষ্টা করেছি, বড় হলে বুঝতে পারবে।

এই ছোট্ট চিরকুটটা ফেসবুকের টাইমলাইনে রেখে দিলাম। প্রতিবছর মেমোরি আসবে বলে। তুমি মায়ের জান একটা। অনেক ভালোবাসি।

এই সম্পর্কিত আরও খবর

সর্বশেষ আপডেট