Wednesday, April 17, 2024

মৌনি-ইমরানের চুম্বনে নেটদুনিয়ায় ঝড়

বলিউড অভিনেতা ইমরান হাসমি ও অভিনেত্রী মৌনি রায় নতুন ওয়েব সিরিজ ‘শোটাইম’-এ জুটি বেঁধেছেন। সম্প্রতি করণ জোহর প্রযোজিত এই ওয়েব সিরিজের ট্রেলার প্রকাশ পেয়েছে। আর এতে মৌনি-ইমরানের চুম্বন দৃশ্যে যেন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় বইছে।

হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, মিহির দেশাই ও অর্চিত কুমার এর পরিচালিত ডিজনি প্লাস হটস্টার-এর আসন্ন ওয়েব সিরিজ ‘শোটাইম’ প্রিমিয়ারের আগেই ইমরান ও মৌনির উষ্ণ চুম্বনের দৃশ্যে ইতিমধ্যে রীতিমতো তোলপাড় নেটদুনিয়ায়। সিরিজটি ৮ মার্চ, ২০২৪-এ মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে।

এতে আরও অভিনয় করেছেন নাসিরুদ্দিন শাহ, রাজীব খান্ডেলওয়াল, বিজয় রাজ এবং শ্রিয়া শরণ। ‘মার্ডার’, ‘আশিক বনায়া আপনে’, ‘গ্যাংস্টার’, ‘জন্নত’, ‘দ্য ট্রেন’-এর মতো বহু ছবিতে কাজ করতে দেখা গিয়েছে ইমরানকে।

এই সম্পর্কিত আরও খবর

সর্বশেষ আপডেট