- Advertisement -

মা হচ্ছেন সোনম কাপুর

Must Try

সুখবর দিলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। বিয়ের চার বছর পর সোনম ও আনন্দ আহুজা দম্পতির ঘরে আসছে নতুন অতিথি। সবকিছু ঠিক থাকলে এ বছরের সেপ্টেম্বরেই নতুন অতিথিকে স্বাগত জানাবেন তারা।গতকাল সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বেবি বাম্পের কয়েকটি ছবি প্রকাশ করে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী।

- Advertisement -

সোনমের শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, স্বামী আনন্দ আহুজার কোলে মাথা রেখে সোনম তার বেবিবাম্পটি ধরে রেখেছেন। আর ক্যাপশনে সোনম লিখেছেন, ‘চারটি হাত তোমায় বড় করার জন্য, নিজেদের সেরাটা দিয়ে। যারা একসঙ্গে চলবে তোমার প্রতিটা পদক্ষেপে। যারা তোমায় ভালোবাসা দেবে তোমার পাশে থাকবে। তোমাকে স্বাগত জানানোর জন্য আর অপেক্ষা করতে পারছি না।’

- Advertisement -

২০১৮ সালে আনন্দ আহুজাকে বিয়ে করেন সোনম। বর্তমানে লন্ডনের নটিংহিলের বাংলোতে আনন্দের সঙ্গে রয়েছেন তিনি। গত বছরের জুলাইয়ে একবার সোনমের মা হওয়ার গুঞ্জন শোনা যায়। তবে পরে জানা যায়, খবরটা ভুয়া। এবার আর জল্পনা কিংবা গুঞ্জন নয়, সোনম নিজেই নিশ্চিত করেছেন।

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

Latest Post

- Advertisement -

You Like This

- Advertisement -