Tuesday, May 21, 2024

ভূঞাপুরে দৈনিক ৩ লিটার দুধ দিচ্ছে ১০ মাসের বাছুর

একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের নলছিয়া গ্রামের আব্দুস সালামের বাড়ীতে। অলৌকিক বাছুরটিকে একনজর দেখতে দিনভর ভিড় করছেন উৎসুক সব বয়সী মানুষজন। সাধারণত একটি সুস্থ ও স্বাভাবিক গাভী বাচ্চা প্রসবের পর দুধ দিলেও মাত্র ১০ মাসের একটি বকনা বাছুর দৈনিক দুধ দিচ্ছে য়াড়াই থেকে তিন লিটার।

৭-৮ মাস আগে ১ লাখ ৩ হাজার টাকায় বাছুরসহ একটি গাভি গরু কিনে লালন-পালন করেন। পরবর্তীতে ১০ মাস বয়সী বাছুরটির ওলান অস্বাভাবিকভাবে ফুলে যাওয়া লক্ষ্য করা যায়। পরবর্তীতে বাছুটির দুধ দোহন করা শুরু করলে দুধ বের হতে থাকে। প্রথম কয়েক দিন আধা লিটার দুধ পেলেও বর্তমানে বাছুরটি প্রতিদিন পায় ৩ লিটার দুধ দিচ্ছে বলে জানিয়েছেন খামারি ।

ভূঞাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুকুমার চন্দ্র দাস বলেন, হরমোনজনিত কারণে এমনটা হতে পারে। এ ধরনের ঘটনা সচরাচর ঘটে না। রঙ-স্বাদ ও গুণগত মান ঠিক থাকলে যে কেউ দুধ পান করতে পারবেন।

এই সম্পর্কিত আরও খবর

সর্বশেষ আপডেট