Monday, July 22, 2024

ভক্তদের জায়নামাজ উপহার দিলেন তানজিন তিশা

শুক্রবার (৮ মার্চ) ভক্তদের আয়োজনে ‘ফ্যান মিট উইথ তানজিন তিশা’ শীর্ষক এক গেট টুগেদারে অংশ অভিনেত্রী তানজিন তিশা। ভক্তদের ভালোবাসা ছাড়া কোনো অভিনয়শিল্পী তারকা হয়ে উঠতে পারেন না। তাই তো শত ব্যস্ততার মাঝে সময় বের করে তাদের সঙ্গে দেখা করলেন তানজিন তিশা। মেতেছেন আড্ডায়।

ভক্তরা স্বাভাবিকভাবেই প্রিয় অভিনেত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত হন। গানে গানে এবং ফুলেল শুভেচ্ছায় তাদের প্রিয় তারকাকে অনুষ্ঠানে স্বাগত জানান তানজিন তিশা ফ্যানস ক্লাবের সদস্যরা। গত বছরের পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো এই আয়োজন করেন তারা। অনুষ্ঠানে তিশা ছাড়াও এই আয়োজনে উপস্থিত ছিলেন জনপ্রিয় দুই নির্মাতা সঞ্জয় সমদ্দার ও জাহিদ প্রীতম। উপস্থিত ছিলেন তানজিন তিশার বোন শারমিন নীপা ও তার স্বামী।

ভক্তদের সঙ্গে আড্ডার পাশাপাশি নতুন কাজ নিয়ে তিশার সঙ্গে ভক্তরা সরাসরি অংশ নেন প্রশ্নোত্তর পর্বে। এ ছাড়াও ছিল কুইজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। লটারির মাধ্যমে প্রায় বিশ জনকে শাড়ি,পাঞ্জাবি ও এয়ার পড উপহার দেওয়া হয়। শুধু তাই নয়, আসন্ন রমজান মাসকে সামনে রেখে উপস্থিত সবার জন্য তানজিন তিশার পক্ষ থেকে নামাজের জায়নামাজ উপহার দেওয়া হয়।

তিশার সঙ্গে দেখা করতে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, কুমিল্লা এমনকি কলকাতা থেকেও ভক্ত এসে হাজির হয়েছিলেন। এ আয়োজনটির সংগঠক ও সমন্বয়কারক হৃদয় নাহিদ বলেন, ‘এটি আমাদের দ্বিতীয় গেট টুগেদার। প্রথমবার অনেকেই অংশ নিতে পারেননি তাই এবার অনেকেই আগে থেকে যোগাযোগ করে এসেছেন। দেশে এবং দেশের বাইরে থেকেও অনেকেই এসেছেন তিশা আপুর সঙ্গে দেখা করতে। খুব সুন্দরভাবেই অনুষ্ঠানটা শেষ করতে পেরেছি। তানজিন তিশা আপুর প্রতি অনেক কৃতজ্ঞতা এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং সবাইকে উপহার দেওয়ার জন্য।’

তানজিন তিশা ভক্তদের এমন আয়োজন ও ভালোবাসায় সাড়া দিতে অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে বেশ আনন্দিত। তাদের সঙ্গে বেশ অনেকক্ষণ সময় কাটান এবং তাদেরকে সঙ্গে নিয়ে কেক কাটেন। ভক্তদের আয়োজনে মুগ্ধতা ও ভালোবাসা জানিয়ে অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমার যার ভক্ত আছেন তারা-ই এই পুরো অনুষ্ঠানটি আয়োজন করেছেন, খুবই সীমিত পরিসরে। তাদের আমন্ত্রণেই সেখানে উপস্থিত হই এবং সেখানে থাকা প্রতিতা মুহূর্তই আমি খুব উপভোগ করেছি। তারা বেশ সুন্দরভাবেই অনুষ্ঠানটি আয়োজন করেছে, এরজন্য তাদেরকে অশেষ ধন্যবাদ।’

তিনি আরও বলেন, ‘এখানে এসে দেখেছি আমার সঙ্গে দেখা করার জন্য অনেক দূর থেকে কষ্ট করে এখানে এসেছেন ভক্তরা। কলকাতা থেকেও এসেছেন। এই ছোট ছোট ছেলে-মেয়েরা এত সুন্দর করে এই আয়োজন করেছে, সবার এত এত ভালোবাসা দেখে আমি আসলে মুগ্ধ। আমি মনে করি আমার অনেক বেশি ফ্যানস দরকার নেই, রিয়েল ফ্যান অল্প হলেও সেটাতেই আমি খুশি। আমি সত্যি অনেক ভাগ্যবতী যে এরকম কিছু ফ্যানস পেয়েছি। তাদের এমন ভালোবাসাতেই সবসময় থাকতে চাই। আর যেহেতু সামনে রমজান মাস তাই আমার মনে হয়েছে সবাইকে যদি নামাজের জন্য জায়নামাজ উপহার দেই তাহলে সেটা বেশ ভালো হয়। ভক্তরাও দেখলাম অনেক খুশি।’

এই সম্পর্কিত আরও খবর

সর্বশেষ আপডেট