Thursday, November 30, 2023

ব্রাহ্মণবাড়িয়ায় কেউ অ স্ত্র বানাতে গেলে নাম-ঠিকানা থানায় পাঠানোর নির্দেশ কামারদের

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার দেশি অ’স্ত্র উদ্ধার করেছে নাসিরনগর থানার পুলিশ। বৃহস্পতিবার (৫ মে) থেকে শনিবার (৬ মে) ভোর পর্যন্ত অভিযান চালিয়ে এসব অ’স্ত্র উদ্ধার করা হয়।

এরপর শনিবার (৬ মে) দুপুরে স্থানীয় কামারদের নিয়ে আলোচনা সভা করেন ওসি। এ সময় কামার পেশায় যারা জড়িত আছেন, তারা যেন প্রশাসনের অনুমতি ছাড়া কোনো লোহার অ’স্ত্র তৈরি না করেন, সে ব্যাপারে সতর্ক করা হয়।

যারাই দেশীয় অ’স্ত্র বানাতে আসবেন, তাদের নাম-ঠিকানা রেখে পুলিশকে জানাতে বলা হয়। এতে একমত হন কামারেরা। অ’স্ত্র উদ্ধার ও কামারদের সঙ্গে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার।

সূত্র: চ্যানেল২৪।

এই সম্পর্কিত আরও খবর

সর্বশেষ আপডেট