Thursday, November 30, 2023

বারবার মত পাল্টাচ্ছেন পিসিবি চেয়ারম্যান, বিরক্ত আফ্রিদি

এশিয়া কাপ নিয়ে এখনো কোন সিদ্ধান্তে আসতে পারেনি স্বাগতিক পাকিস্তান। গত দুই সপ্তাহে একেক সময় একেক বক্তব্য দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি। তার বার বার সিদ্ধান্ত বদলে বিরক্তি প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।

আফ্রিদি বলেন, ‘আমি বুঝতে পারছি না তিনি কেন ভাবছেন, সব জায়গায় সাক্ষাৎকার দিয়ে বেড়াতে হবে। আমি মনে করি পিসিবি চেয়ারম্যানের চেয়ারটা সাহসী মনোবলের হবে, যেন কেউ চ্যালেঞ্জ করলে পাল্টা যুক্তি দিতে পারে। সিদ্ধান্ত পরিবর্তন করা হলেও সেটা হতে হবে নির্ভুল। আপনি কি কারও সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেন, নাকি কার সঙ্গে সাক্ষাৎকার দিচ্ছেন, সে অনুযায়ী কথা বলেন?’

আফ্রিদি আরও বলেন, ‘আপনি কখনো বলছেন এশিয়া কাপ অস্ট্রেলিয়ায় হবে। একটি শক্তিশালী আসনে বসে এভাবে নিজের অবস্থান বদল করবেন না। আপনার উপদেষ্টাদের সঙ্গে কথা বলুন, তাদের কাছে নিজের ভাবনা ব্যাখ্যা করুন। আমরা আপনার সঙ্গেই আছি।’

এই সম্পর্কিত আরও খবর

সর্বশেষ আপডেট