Saturday, February 24, 2024

বলিউড সিনেমায় হিরো আলম, নায়িকা রাখি সাওয়ান্ত

হিন্দি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম, নায়িকা বলিউডের ড্রামা কুইন রাখি সাওয়ান্ত। সিনেমার নাম ঠিক করা হয়েছে ‘গ্যাংস্টার’। সিনেমাটি প্রযোজনা করবেন পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খান।

আজ (২৮ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিরো আলম নিজেই। তিনি বলেন, আমি বলিউডে কাজ করতে যাচ্ছি। আমার সঙ্গে রাখি সাওয়ান্ত কাজ করবেন। ছবিটা প্রযোজনা করবেন আরাভ খান।

হিরো আলম বলেন, সিনেমাটি নির্বাচনের পর শুটিং শুরু হবে। এই সিনেমাটি বিদেশে শুটিং হবে। বিশেষ করে দুবাই শুটিং হবে। বাংলাদেশেসহ আরও বেশ কয়েকটি দেশে মুক্তি পাবে।

হিরো আলমের পাঠানো একটি ভিডিওতে রাখি সাওয়ান্ত ও হিরো আলমকে একসঙ্গে দেখা যায়। যেখানে চিৎকার করে রাখি বলেন, দেখো সালমান ভাই, বলিউডে নতুন নায়ক নিয়ে আসছি। ওই ভিডিওতে আরাভ খান বলেন, আলমকে নিয়ে আমি বলিউডে সিনেমা বানাবো। যত টাকা লাগে আমি দেব। ভারত, দুবাই ও বিশ্বের বিভিন্ন দেশে এর শুটিং হবে।

এদিকে বর্তমানে হিরো আলম সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন। সেখানে আরাভ খানের একটি মোবাইল ফোনের শোরুম উদ্বোধন করেছেন।

এই সম্পর্কিত আরও খবর

সর্বশেষ আপডেট