Saturday, July 27, 2024

প্রকাশ পাচ্ছে আইয়ুব বাচ্চুর আনরিলিজ ট্র্যাক ‘ইনবক্সে’

দীর্ঘদিন পর এদেশের রক লিজেন্ড আইয়ুব বাচ্চুর নতুন আনরিলিজ গান আসছে। গানের শিরোনাম ‘ইনবক্সে’। গানটি লিখেছেন গীতিকবি নিয়াজ আহমেদ অংশু। আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের উদ্যোগে গানটি ঈদে রিলিজ দেবার পরিকল্পনা রয়েছে।

‘ইনবক্সে ঝিমায় বসে, বোকা শব্দের দল/ ফেসবুকে লুটোপুটি খায়/ সস্তা চোখের জল… এমন সমসাময়িক থিম নিয়ে তৈরি গানের কথায় সুর ও সংগীত পরিচালনা করেছেন বাংলাদেশের রক আইকন আইয়ুব বাচ্চু। গানটির থিম অনুযায়ী ভিডিও নির্মাণ করছে কোলাহল কমিউনিকেশন।

গানটি প্রসঙ্গে আইয়ুব বাচ্চুর সবচেয়ে প্রিয় গীতিকবি নিয়াজ আহমেদ অংশু বলেন, ‘আমাদের কাছে বাচ্চু ভাইয়ের একাধিক গান অপ্রকাশিত রয়েছে। এলআরবি’র গিটারিস্ট মাসুদ গানগুলি খুব যত্নে রেখেছেন। এবং সেখান থেকেই গানগুলি ধারাবাহিকভাবে মুক্তি দেয়া হবে।’

আনরিলিজ গান প্রকাশ নিয়ে এলআরবির গিটারিস্ট আব্দুল্লাহ মাসুদ বলেন, ‘বসের একাধিক গান রয়েছে এবি কিচেন এর হার্ডডিস্কে। যার রেকর্ড ধারণ থেকে শুরু করে রক্ষণাবেক্ষন আমিই করতাম। এমনকি এমন অনেক রেকর্ড করা রাফ গান রয়েছে, যা তিনি ডিলিট করে দিতে বলতেন। আমি করিনি। কারণ আমি জানি- এই রাফ ভয়েজই একজন কিংবদন্তির অন্যতম রসদ। এছাড়া আইয়ুব বাচ্চু একটি অ্যালবাম করলে অনেকগুলো গান রেকর্ড করতেন। এরপর বাছাই করে তা থেকে রিলিজ দিতেন।’ সেগুলো নিয়েই কাজ করছে এবি ফাউন্ডেশন। সেগুলো ধারাবাহিকভাবে এবি ভক্তদের কাছে মুক্তি দেবার পরিকল্পনাতেই এই উদ্যোগ।’

এই সম্পর্কিত আরও খবর

সর্বশেষ আপডেট