Tuesday, May 21, 2024

পরীমণি আমাকে দোষারোপ করছে, এটা স্টুপিডিটি : সুনেরাহ

গেল শুক্রবার (২২ সেপ্টেম্বর) মুক্তি পেয়েছে সুনেরাহ অভিনীত ‘অন্তর্জাল’ সিনেমাটি। এটি পরিচালনা করেছেন দীপংকর দীপন।

এদিকে রাজ-পরীর বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন সুনেরাহ। গণমাধ্যমকর্মীরা তাকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি ভীষণ বিরক্ত হয়ে বলেন, ‘আমি আসলে বিষয়গুলো নিয়ে ভীষণ বিরক্ত। এতদিন পর আমার একটা সিনেমা মুক্তি পেয়েছে, এটা নিয়েই আলোচনা হওয়ার কথা; কিন্তু এর মধ্যেই কেউ কেউ জিজ্ঞেস করে অন্যদের ডিভোর্স, অন্যদের ঘর-সংসার নিয়ে। অন্যের ঘরের খবর আমি কী করে জানব? কিছু মানুষ আলোচনায় থাকার জন্য একটার পর একটা ঘটনা ঘটায়, আমি অযথাই ফেঁসে যাই।’

সুনেরাহ আরও বলেন, ‘পরীমণি আমাকে দোষারোপ করছে, এটা একটা স্টুপিডিটি। দরকার হলে রাজের আইডির লোকেশন চেক করা হোক। আর সেই সময়ে আমি কোথায় ছিলাম, সেই লোকেশনটাও মিলিয়ে দেখা হোক। আমি আইনি পদক্ষেপ নেব না। আমি আমার অবস্থান ক্লিয়ার করে দিয়েছি। এটাই যথেষ্ট।’

জানা যায়, ব্যক্তিজীবনে রাজের সঙ্গে ভালো বন্ধুত্ব রয়েছে। তারা একসঙ্গে জুটি বেঁধে ‘ন-ডরাই’ নামে একটি সিনেমাও করেছেন। যদিও পরীমণির অভিযোগ, তাদের ভেতর প্রেমের সম্পর্ক চলছে। সেই ভিডিও-ছবি ফাঁসের পর রাজ-পরীমণির সংসারে তুমুল অশান্তি শুরু হয়। এর জেরে গেল ১৮ সেপ্টেম্বর দাম্পত্যজীবনের ইতি টানেন তারা।

এই সম্পর্কিত আরও খবর

সর্বশেষ আপডেট