Wednesday, April 17, 2024

পরীমণির জ্বর ১০৩!

জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণির অভিনীত ‘মা’ সিনেমাটি ৭৬তম কান উৎসবের বাণিজ্যিক শাখা ‘মার্শে দ্যু ফিল্মে’ এবার প্রিমিয়ার হতে যাচ্ছে। আর দেশে মুক্তি পাবে আগামী ১৯ মে।

এ রকম আনন্দের মুহূর্তে ভক্ত ও অনুরাগীদের নেট মাধ্যমে নিজের অসুস্থতার খবর জানালেন এ নায়িকা। আজ শনিবার (১৩ মে) নিজের ফেসবুকে পরীমণি লিখেছেন, ‘জ্বর ১০৩!’

জানা গেছে, ‘মা’ সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ১৯ মে। দেশে মুক্তির আগেই এ সিনেমার প্রিমিয়ার হচ্ছে কান চলচ্চিত্র উৎসবে। ৭৬তম কান উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে এবার প্রিমিয়ার হতে যাচ্ছে সিনেমা ‘মা’।

গত বছরের জানুয়ারিতে শুরু হয় ‘মা’ সিনেমার কাজ। এর মধ্যে মাতৃত্বের কারণে সাময়িক অবসর নেন পরী। তবে তার আগে শেষ সিনেমা হিসেবে ‘মা’র কাজ সম্পন্ন করেন। পরী ছাড়াও মা সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রোবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য, শাহাদাত হোসেন প্রমুখ।

এই সম্পর্কিত আরও খবর

সর্বশেষ আপডেট