Saturday, July 27, 2024

দর্শকদের যে গ্রহণযোগ্যতা পেয়েছি সেটা হারাতে চাই না : চঞ্চল চৌধুরী

সম্প্রতি কলকাতায় গিয়েছিলেন চঞ্চল চৌধুরী। এপার-ওপার দুই বাংলাতেই বেশ জনপ্রিয় তিনি। কাজ করেছেন কলকাতার একাধিক সিনেমায়। দেশেও তাঁর দম ফেলার ফুরসত নেই। এমন ব্যস্ততার মাঝেও সম্প্রতি তিনি গিয়েছিলেন কলকাতায়। উপলক্ষ্য—বাংলাদেশি ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’র ভারতে আত্মপ্রকাশ অনুষ্ঠান। এদিন সেখানকার গণমাধ্যমের মুখোমুখি হন অভিনেতা। আলাপচারিতায় জানান, তাঁর বর্তমান ব্যস্ততা ও ভাবনা সম্পর্কে।

সাম্প্রতিক ‘কারাগার’ কিংবা ‘হাওয়া’র সুবাদে কলকাতায় আগের চেয়ে আরও ব্যাপক মাত্রায় জনিপ্রয়তা পেয়েছেন চঞ্চল। এরপর থেকেই টলিউড থেকে তাঁর কাছে আসছে একের পর এক প্রস্তাব। তবে তিনি বুঝেশুনে, মেপে পা ফেলতে চাইছেন। কারণ জানতে চাইলে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে চঞ্চল বললেন, ‌‘আসলে এই মুহূর্তে একটু বেছে কাজ করতে চাই। কারণ, ক্যারিয়ারের শুরুতে আমি টেলিভিশন-নাটকে চুটিয়ে অভিনয় করেছি। তারপর সিনেমায় আসার পর দর্শকদের যে গ্রহণযোগ্যতা পেয়েছি সেটা হারাতে চাই না। একটা মানদণ্ড বজায় রাখতে চাই।’

আলাপচারিতায় চঞ্চল জানালেন, ‘হাওয়া’ মুক্তির পর টলিউড থেকে তাঁর কাছে ঘন ঘন প্রস্তাব আসছেই। তবে নতুন কাজ নির্বাচনের ক্ষেত্রে বেশ কিছু শর্ত রয়েছে তাঁর। সেখানে গল্প এবং পরিচালক অবশ্যই গুরুত্বপূর্ণ। পাশাপাশি নিজের চরিত্রটা কী রকম, তা নিয়েও ভাবনাচিন্তা করেন অভিনেতা। কারণ হিসেবে চঞ্চলের ভাষ্য, ‘মধ্যমানের কাজের সংখ্যা বেশি হলে দর্শক তখন আর আমার দিকে ঘুরেও তাকাবেন না।’ তাহলে নির্মাতাদের কি সরাসরি ‘না’ বলে দিচ্ছেন এই জনপ্রিয় অভিনেতা? হেসে বললেন, ‘মুখের ওপর বলি না। কোনও গল্পের একটা অংশ ভালো লাগে। আবার ডেটের সমস্যার জন্যও অনেক কাজ করা হয় না।’

চঞ্চল চৌধুরী অভিনীত জনপ্রিয় ওয়েব সিরিজ ‘কারাগার’। এরইমধ্যে সিরিজটির দুটি সিজন মুক্তি পেয়েছে। তৃতীয় সিজনের পরিকল্পনা কত দূর? এমন প্রশ্নে অভিনেতা বললেন, ‘ডেভিড চরিত্রটা আমার খুবই প্রিয়। আমার তো ইচ্ছে আছেই। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নির্মাতারা।’

এই সম্পর্কিত আরও খবর

সর্বশেষ আপডেট