Friday, July 26, 2024

ঢাকা-১৭ আসনে হিরো আলমের মনোনয়ন বাতিল

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে সোশ্যাল মিডিয়ায় আলোচিত-সমালোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রোববার ১৮ জুন ঢাকা-১৭ আসনের সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু করেন রিটার্নিং কর্মকর্তা। এরপর একপর্যায়ে হিরো আলমের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের কথা জানানো হয়।

এছাড়াও এই আসনে রওশনপন্থী লাঙ্গলের প্রার্থী মামুনুর রশিদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। জাতীয় পার্টির দুই প্রার্থী থাকায় তাদের মধ্যে একজনকে বৈধ ঘোষণা করে ইসি। সেই হিসাবে জিএম কাদেরপন্থী জাতীয় পার্টির প্রার্থী আনিসুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে মোট ১৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখানে আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হবে। উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ১৫ জুন। মনোনয়নপত্র যাচাই-বাছাই ছিল আজ ১৮ জুন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ২৫ জুন।

এই সম্পর্কিত আরও খবর

সর্বশেষ আপডেট