Monday, July 22, 2024

টাইগার কিনলে পালসার ফ্রি

‘নড়াইলের টাইগার’, সাদা-কালো রঙের শান্ত প্রকৃতির ষাঁড়। ওজন আনুমানিক ৫৫ মণ। বিশালাকৃতির ষাঁড়টির দাম হাঁকা হচ্ছে ২০ লাখ টাকা। ষাঁড়টি যিনি কিনবেন তিনি উপহার হিসেবে পাবেন একটি পালসার মোটরসাইকেল। ষাঁড়টির মালিক সেলিম মোল্যা। তিনি নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া দক্ষিণপাড়া গ্রামের রবিউল মোল্যার ছেলে। কোরবানিতে বিক্রির উদ্দেশ্যে ষাঁড়টি প্রস্তুত করেছেন তিনি।

সেলিম মোল্যা বলেন, ‘নড়াইলের টাইগার’ হলস্টেইন ফ্রিজিয়ান জাতের। এর বয়স চার বছর। দৈর্ঘ্য প্রায় সাড়ে ১২ ফুট, উচ্চতা ৬ ফুট আর ওজন প্রায় ৫৫ মণ। তিনি বলেন, ‘মোটাতাজাকরণের কোনো প্রকার ওষুধ প্রয়োগ ছাড়াই দেশীয় প্রাকৃতিক খাবার বিচালি, ঘাস, খৈল, ভুসি, খুদের ভাত, কুড়া ইত্যাদি খাবার খাইয়ে বড় করা হয়েছে ষাঁড়টিকে। অতি আদর-যত্নে লালন-পালন করেছি।

তিনি আরও বলেন, গরুটি ৪ বছর আমরা লালল পালন করছি। আসন্ন কোরবানির ঈদে তাকে বিক্রির জন্য বাড়িতে রেখেই আমরা প্রস্তুত করেছি। ষাঁড়টিকে প্রতিদিন প্রায় ১ হাজার টাকার খাবার খাওয়াতে হয়। সঠিক দাম পেলে আমরা গরুটি বিক্রয় করব।

এই সম্পর্কিত আরও খবর

সর্বশেষ আপডেট