Saturday, July 27, 2024

জেলের জালে ২৭ কেজির বাগাইড়, ৪১ হাজারে বিক্রি

শুক্রবার সকালে রাজবাড়ীর দৌলতদিয়া পদ্মা নদীতে সাড়ে ২৭ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। পদ্মা নদীর উজানে জব্বার হালদারের জালে মাছটি ধরা পড়ে।

ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, সকালে পদ্মা নদীতে ২৭ কেজির একটি বাগাড় মাছ ধরা পড়ার খবর শুনে স্থানীয় জেলেদের সঙ্গে যোগাযোগ করি। পরে দৌলতদিয়া রওশন মোল্লার আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে প্রতি কেজি ১ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ৩৮ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেই। পরে মাছটি বিক্রির জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর নিকট ১ হাজার ৫০০ টাকা কেজি দরে মোট ৪১ হাজার ২৫০ টাকায় বিক্রি করেছি।

এদিকে, গোয়ালন্দ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা (অ.দা.) মো. শাহরিয়ার জামান সাবু বলেন, পদ্মার পানি বর্তমানে ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ায় জেলেদের জালে বড় আকৃতির বোয়াল, পাঙ্গাশ, কাতল, বাগাড়, চিতলসহ নানা প্রজাতির মাছ ধরা পড়ছে।

এই সম্পর্কিত আরও খবর

সর্বশেষ আপডেট