Tuesday, July 23, 2024

জাতি-ধর্ম-নির্বিশেষে আমরা সবাই বাঙালি : চঞ্চল চৌধুরী

পহেলা বৈশাখে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। সেখানে চারুকলা অনুষদে তোলা একটি ছবি পোস্ট করেছেন। নবর্ষের শুভেচ্ছা জানাতে গিয়ে চঞ্চল চৌধুরী বললেন, ‘জাতি-ধ’র্ম-নির্বিশেষে আমরা সবাই বাঙালি।’

অভিনেতা চঞ্চল চৌধুরী নিজেও অবশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাত্র ছিলেন। চঞ্চল চৌধুরী বলেন, সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ। নতুন বছর সবার জন্য মঙ্গল বয়ে আনুক। জাতি-ধ’র্ম-নির্বিশেষে আমরা সবাই বাঙালি। ধ’র্মীয় ভেদাভেদের ঊর্ধ্বে সম্প্রীতির বন্ধন অটুট থাকবে-এমন প্রত্যাশা চঞ্চলের। তিনি বলেন, ‘এই বন্ধন চির-অটুট থাকুক। আমার সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি।’

বর্ষবরণে সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা বের হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গেট থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়। শাহবাগ মোড় হয়ে পুনরায় চারুকলা অনুষদে গিয়ে এটি শেষ হয়। মঙ্গল শোভাযাত্রার এবারের প্রতিপাদ্য রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বরিষ ধরার মাঝে শান্তির বারি’ গানটি।

আবহমান বাংলার ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে সাম্প্র’তিক ঘটনাপ্রবাহের প্রতীকী উপস্থাপনের নানা বিষয় স্থান পেয়েছে। অসা’ম্প্রদায়িক চেতনার প্রাণের উৎসব বর্ষবরণ। বাংলা বর্ষবরণে বাঙালির নানা আয়োজনের মধ্যে মঙ্গল শোভাযাত্রা অন্যতম। গত তিন দশক ধরে প্রতিবছরই পহেলা বৈশাখে চারুকলার শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা বের হচ্ছে।

এই সম্পর্কিত আরও খবর

সর্বশেষ আপডেট