Wednesday, April 17, 2024

জন্মদিনে সোনার কেক কাটলেন উর্বশী

মিস ইউনিভার্সের মঞ্চ থেকে বলিউডে পা রাখেন মডেল উর্বশী রাউতেলা। যদিও চলচ্চিত্রে এখনও সেভাবে ঝলক দেখাতে পারেননি। তবে সোশ্যাল মিডিয়া থেকে পেজ-থ্রি জুড়ে ঠিকই উত্তাপ ছড়িয়েছেন উত্তরখণ্ডের এই সুন্দরী।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) তাঁর জন্মদিন। ৩০ বছরে পা রাখলেন ‌‘হাসিনা কো দিওয়ানা’ কন্যা। আর এবারের জন্মদিনটা অন্যরকম আমেজে জাঁকজমকভাবে উদযাপন করলেন উর্বশী। নিজের ৩০তম জন্মদিনে কাটলেন ২৪ ক্যারেট খাঁটি সোনার কেক। এ সময় তাঁর পাশে ছিলেন জনপ্রিয় র‌্যাপার হানি সিং। সোনার কেকের প্রথম টুকরো গায়কের মুখেই তুলে দিলেন বার্থ ডে গার্ল।

ভারতীয় সংবাদ সংস্থা ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস (আইএএনএস) জানিয়েছে, বর্তমানে হানি সিংয়ের সঙ্গে একটি মিউজিক ভিডিও অ্যালবামে কাজ করছেন উর্বশী। চলছে এরই শুটিং।

এদিকে, গত বছর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ক্রিকেট বিশ্বকাপে ভারতের ম্যাচ দেখতে গিয়ে ২৪ ক্যারেট সোনার বিলাসবহুল আইফোন হারিয়েছিলেন উর্বশী। এমনকি, মাঝে ভারতের তারকা ক্রিকেটার ঋষভ পন্থের সঙ্গে নিজের নাম জড়াতে চেয়ে বিতর্কেও পড়েছিলেন উর্বশী।

এই সম্পর্কিত আরও খবর

সর্বশেষ আপডেট