Tuesday, May 21, 2024

চার মাস আগেই সাজ্জাদ-শেহতাজের ভালোবাসা দিবসের প্রস্তুতি!

আগামী বছরে ভালোবাসা দিবসকে সামনে রেখে পাক্কা চার মাস আগেই প্রস্তুতি নেয়া শুরু করলেন অভিনেতা ইরফান সাজ্জাদ ও শেহতাজ মুনিরা হাশেম। ১৪ ফেব্রুয়ারি বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ভালোবাসা দিবস উদযাপিত হয়। এ উপলক্ষে নির্মিত হয় বিভিন্ন নাটক-টেলিফিল্ম। সাধারণত বছরের শুরুতে জানুয়ারি বা ফেব্রুয়ারির প্রথম ভাগেই এসব কাজ হয়। তারা জুটি বেঁধে কাজ করেছেন একটি নাটকে। মেজবাহ উদ্দিন সুমনের রচনায় ‘প্রতিচ্ছবি’ নামের সেই নাটকটি পরিচালনা করেছেন সানজিদ খান প্রিন্স।

নাটকটি নিয়ে ইরফান সাজ্জাদ বলেন, ‘প্রিন্স ভাইয়ের সাথে এটা আমার প্রথম কাজ হলেও আমাদের মধ্যে শৈল্পিক বোঝাপড়ার কোনও ঘাটতি ছিল না। তার কর্মতৎপর টিমের দুর্দান্ত পারফর্মেন্সে আমি সত্যিই মুগ্ধ। আশা করছি, ভালোবাসা দিবসের জন্য দারুণ একটি নাটক হবে এটি।’

অন্যদিকে অভিনেত্রী শাহতাজের ভাষ্য, ‘খুবই উপভোগ্য একটি গল্প। দর্শক দেখে মজা পাবেন। টিমের সবাই ভালো একটা নাটক উপহার দেওয়ার লক্ষ্যে সমন্বিতভাবে কাজ করেছি।’

নির্মাতার মতে, ‘প্রতিচ্ছবি’র গল্প এই যুগের। তবে এর মধ্যেও ভিন্নতা রয়েছে। গল্পের পরতে পরতে বেশ কিছু মিষ্টি মুহূর্ত রয়েছে, যা তরুণদের মন আন্দোলিত করবে বলে আশাবাদী তিনি।

এই সম্পর্কিত আরও খবর

সর্বশেষ আপডেট