Tuesday, May 21, 2024

ঘূর্ণিঝড় মোখা: প্রয়োজনে জাতীয় জরুরি সেবা যে নম্বরে ফোন দেওয়ার অনুরোধ

ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে পুলিশ। এ সংক্রান্ত যেকোনো সেবা গ্রহণের জন্য নিকটস্থ থানা অথবা ৯৯৯-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

আবহাওয়ার ১৫ নম্বর বিশেষ বিজ্ঞপ্তির উদ্ধৃতি দিয়ে ওই বার্তায় বলা হয়েছে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছে ঘূর্ণিঝড় মোখা।

এ ছাড়া চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭০৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৯৫ কিলোমিটার দক্ষিণে ও পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৪৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে অতিপ্রবল ঘূর্ণিঝড়টি।

এই সম্পর্কিত আরও খবর

সর্বশেষ আপডেট