Saturday, February 24, 2024

‘খুব ভালো সময় কাটছে’

‘কুমিল্লাতে ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি আমরা বিয়ে করি। কিন্তু বিয়ের পরপরই শাশুড়ি মারা যাওয়াতে স্বাভাবিকভাবেই আমরা ভেঙে পড়ি। তাই বিয়ের খবরের ঘোষণা দেওয়া হয়নি। তবে দুই পরিবারের সদস্যদের নিয়েই ছোট পরিসরে আমাদের বিয়ের আয়োজন হয়েছিল।’—নিজের বিয়ের ঘোষণা দেরিতে দেওয়ার কারণ এভাবেই গতকাল গণমাধ্যমে ব্যাখ্যা করলেন চিত্রনায়িকা আঁচল।

জানা গেছে, তার স্বামী দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক-গায়ক সৈয়দ অমি। একটি গানের ভিডিও চিত্রে অভিনয় করতে গিয়ে গায়ক সৈয়দ অমির সঙ্গে তার পরিচয় হয়। গানটি মুক্তির পর দু’জনের সেই সম্পর্ক প্রেমে রূপ নেয়। প্রকাশ্যে তাদের প্রেম নিয়ে কথাও বলেছিলেন আঁচল। কিন্তু অন্য তারকাদের মতোই বিয়ের বিষয়টি সবসময় এড়িয়ে গেছেন তিনি।

তবে বিবাহ পরবর্তী জীবন প্রসঙ্গে এ নায়িকা বলেন, ‘খুব ভালো সময় কাটছে আমাদের। বলা যায়, এখনই আমরা প্রেম করছি।’

উল্লেখ্য, ২০১১ সালে ‘ভুল’ সিনেমার মাধ্যমে ঢালিউড নায়িকা আঁচলের আত্মপ্রকাশ। ‘জটিল প্রেম’ দিয়ে নজর কাড়েন এবং ‘সুলতানা বিবিয়ানা’র মাধ্যমে প্রশংসিত হন। এ পর্যন্ত দেড় ডজন সিনেমায় কাজ করেছেন এ নায়িকা। সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজ ও মিউজিক ভিডিওতে কাজ করছেন তিনি।

এই সম্পর্কিত আরও খবর

সর্বশেষ আপডেট