Friday, July 26, 2024

খারাপ খেললে সবাই বলে খারাপ : লিটন

দক্ষিণ আফ্রিকার দুই ম্যাচে দুই রকমের রূপ দেখিয়েছে বাংলাদেশ। সেঞ্চুরিয়নে প্রথম ম্যাচে আগে ব্যাট করে ৩১৪ রান করেছিল টাইগাররা। সেই ম্যাচে দুর্দান্তভাবে জয় লাভ করে বাংলাদেশ। কিন্তু পরের ম্যাচে জোহানেসবার্গে চরম ব্যাটিং বিপর্যয়ে টেনেটুনে করতে পারে ১৯৪ রান।

দুই ম্যাচের ফলও হয়েছে ভিন্নরকম। সিরিজ কাভার করতে যাওয়া এক সাংবাদিক জানতে চেয়েছিলেন, প্রথম ম্যাচে বাংলাদেশ মোটামুটি ভালোই করেছিল ব্যাটিংয়ে, শেষ ম্যাচেও সেটা ফেরানো যাবে কিনা? প্রশ্ন শুনে কিছুটা অনুযোগের সুরেই জবাব এলো লিটনের মুখ থেকে,

“প্রথমত মোটামুটি আমরা করিনি। আমরা খুব ভাল ক্রিকেটই খেলেছি। খারাপের সময় খারাপটা বলবেন আর ভালোর সময় মোটামুটি! (হাসি)। মোটামুটি না আমরা ভাল ক্রিকেট খেলেছি। চেষ্টা করব ধারাবাহিকতা রাখার জন্য।”

সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে আজ বিকাল পাঁচটায় আবারো দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই ম্যাচে জয়লাভ করতে পারলে কেনিয়া, জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের পর চতুর্থ দেশ হিসেবে দ্বিপাক্ষিক সিরিজ জয়ের রেকর্ড করবে বাংলাদেশ।

এই সম্পর্কিত আরও খবর

সর্বশেষ আপডেট