Wednesday, May 22, 2024

কোন অপারেটরের ফোরজি সেবা কতটুকু ভালো

গ্রাহককে ফোরজি সেবা বললেই সেখানে সর্বনিম্ন ইন্টারনেট গতি থাকতে হবে ৭ এমবিপিএস। অথচ, সেবার বেঞ্চমার্কই স্পর্শ করতে পারেনি একাধিক মোবাইল ফোন অপারেটর।

ঢাকা বিভাগের ১৩ জেলায় ফোরজি সেবার বেঞ্চমার্ক স্পর্শ করতে পারেনি তিন মোবাইল ফোন অপারেটর। একটি অপারেটর বেঞ্চমার্ক ছাড়িয়েও গেছে। এছাড়া দুই অপারেটর বেঞ্চমার্কের বেশ কাছাকাছিই ছিল।

পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত যতগুলো বিভাগে বিটিআরসি ড্রাইভ টেস্ট চালিয়েছে তারমধ্যে গড়ে ঢাকার অবস্থান খানিকটা ভালো। ভয়েস কল, ডেটা ও নেটওয়ার্কের কাভারেজ এলাকা-এই তিন মূল বিভাগে মোবাইল ফোন অপারেটরদের সেবার মান যাচাই করে থাকে নিয়ন্ত্রণ সংস্থাটি।

ঢাকা বিভাগের ক্ষেত্রে দেখা যাচ্ছে, বেঞ্চমার্ক ছাড়িয়ে গেছে বাংলালিংক, তাদের ৮ দশমিক ০১ এমবিপিএস গতি পাওয়া গেছে । ড্রাইভ টেস্টে গ্রামীণফোনের ফোরজি গতি পাওয়া যায় ৬ দশমিক ৯৯ এমবিপিএস। রবির গতি পাওয়া গেছে ৬ দশমিক ৪১, এই অপারেটরটিও বেঞ্চমার্কের কাছাকাছি রয়েছে। কিন্তু টেলিটকের গতি পাওয়া গেছে বেশ কম, মাত্র ২ দশমিক ৮০ এমবিপিএস।

অন্য বিভাগের ড্রাইভ টেস্টের পরিসংখ্যানে খুলনা বিভাগে গ্রামীণফোনের ৫ দশমিক ০৬ এমবিপিএস , রবির ৩ দশমিক ৩২, বাংলালিংক ৪ দশমিক ৫৯, এবং টেলিটকের ১ দশমিক ৭১ এমবিপিএস ফোরজি সেবার গতি পাওয়া গেছে।

রাজশাহী বিভাগে গ্রামীণফোনের ৪ দশমিক ৪৫, রবির ৬ দশমিক ২৪, বাংলালিংকের ৭ দশমিক ০৫ এবং টেলিটকের ২ দশমিক ৫৮ এমবিপিএস গতি পাওয়া গেছে।

সিলেট বিভাগে গ্রামীণফোনের ৪ দশমিক ৮২, রবির ৪ দশমিক ৪৩, বাংলালিংকের ৮ দশমিক ৯৩ এবং টেলিটকের ৩ দশমিক ৩৯ এমবিপিএস গতি পাওয়া গেছে।

ববিশাল বিভাগে গ্রামীণফোনের ৫ দশমিক ০৫ এমবিপিএস, রবির ৬ দশমিক ৮৭ এমবিপিএস, বাংলালিংকের ৫ দশমিক ৬৪ এবং টেলিটকের ২ দশমিক ২৭ এমবিপিএস।

রংপুরে বিভাগে গ্রামীণফোনের ছিলো ৫ দশমিক ০৬ এমবিপিএস, রবির ৮ দশমিক ৩৬ এমবিপিএস, বাংলালিংকের ৬ দশমিক ৮২ এবং টেলিটকের ২ দশমিক ৪৮ এমবিপিএস।

এই সম্পর্কিত আরও খবর

সর্বশেষ আপডেট