Tuesday, April 23, 2024

এ রকম নায়ক যুগে একটা আসে, শাকিবকে নিয়ে প্রিন্স মাহমুদ

বর্তমানে ঢালিউডের বর্তমান সুপারস্টার শাকিব খানের ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচনা হচ্ছে। বিশেষ করে তাকে নিয়ে সাবেক দুই স্ত্রীর (চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী) নানা কথা এখন খবরের শিরোনাম হচ্ছে। যা দেখে রীতিমতো বিরক্ত শাকিব। আর এ নিয়ে কথাও বলেছেন তিনি। বলেছেন নব্বই দশকের জনপ্রিয় গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ। শুধু তাই নয়, তিনি তার কথায় প্রয়াত নায়ক সালমান শাহর অকাল প্রয়াণের প্রসঙ্গটিও টেনে আনেন।

এক ফেসবুকবার্তায় তিনি বলেন, ‘এরা শাকিব খানকে আত্মহ’ত্যা করতে বাধ্য করবে সালমান শাহর মতো, আমি নিশ্চিত। এরা ভুলে গেছে এদের সমস্ত অর্জন শাকিব খানের জন্য। সালমান শাহ মারা যাওয়ার আগের সময়টা আমার মনে আছে, প্রায় পুরো ইন্ডাস্ট্রি সালমান শাহর বিরুদ্ধে চলে গিয়েছিল।’

বরেণ্য এই সুরকার ও সংগীত পরিচালক আরও বলেন, ‘খুব টেকনিক্যালি তাকে ব্লাক’মেইল করা হচ্ছে। ছেলেটা একটু চালাক আর সব সাংবাদিক মেইন্টেইন করতে পারলেই হতো। যাই হোক সাংবাদিকসহ সব বন্ধুদের বলি, মতের একটু অমিল বা স্টার আপনার কাজে না আসলে তার বিরুদ্ধাচরণ করবেন না। এ রকম নায়ক যুগে একটা আসে। “শিকারি” সিনেমা আজ দেখলাম। যা বুঝলাম তার ক্ষমতার সিকিভাগও এদেশ দেখাতে পারেনি।’

এই সম্পর্কিত আরও খবর

সর্বশেষ আপডেট